মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতদের তালিকা প্রকাশ করল স্বাস্থ্য অধিদপ্তর

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২ ২০২৫, ১২:২০ হালনাগাদ: ডিসেম্বর ১১ ২০২৫, ৪:০২

হতাহতদের তালিকা প্রকাশ করল স্বাস্থ্য অধিদপ্তর। ছবি: বাসস

হতাহতদের তালিকা প্রকাশ করল স্বাস্থ্য অধিদপ্তর। ছবি: বাসস

  • 0

ঢাকা সিএমএইচে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সবশেষ তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।

মঙ্গলবার বিকেল ৫ টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(হাসপাতাল) ড. মইনুল আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেয়া তালিকা অনুযায়ী:

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: হাসপাতালটিতে ৪২ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। নিহত হয়েছেন ১০ জন।

সিএমএইচ, ঢাকা: হাসপাতালটিতে আহত ২৩ জন চিকিৎসা নিচ্ছেন। নিহত হয়েছেন ১৫ জন।

কুয়েত মৈত্রী হাসপাতাল: এ হাসপাতালে আহত ১ জন চিকিৎসা নিচ্ছেন।তবে বিজ্ঞপ্তি অনুযায়ী, নিহত কাউকে সেখানে নেওয়া হয়নি।

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: এখানে আহত ১ জনকে নেয়া হয়েছে।

ঢাকা মেডিকেল: এই হাসপাতালে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: হাসপাতালটিতে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

উত্তরা আধুনিক হসপিটাল: হাসপাতালটিতে ১ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। নিহত কাউকে সেখানে নেওয়া হয়নি।

ইউনাইটেড হাসপাতাল: এই হাসপাতালে নিহত একজনকে নেওয়া হয়েছে।