রাশিয়াকে লক্ষ্য করে বিশাল শুল্কের হুমকি ট্রাম্পের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪ ২০২৫, ২২:০৩ হালনাগাদ: নভেম্বর ১১ ২০২৫, ১৮:৫৫

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

  • 0

রাশিয়ার বিষয়ে নিজ অবস্থান জানিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘আমরা, আমি রাশিয়ার ওপর খুবই নাখোশ।’

ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী ৫০ দিনের মধ্যে শান্তিচুক্তি না হলে রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর অ্যামেরিকা ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে বলে সোমবার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশা বৃদ্ধির মধ্যে মাধ্যমিক নিষেধাজ্ঞা জারির এ হুমকি দেন তিনি।

সিবিএস নিউজ জানায়, হোয়াইট হাউসের ওভাল অফিসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটকে পাশে রেখে ট্রাম্প উল্লিখিত হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ‘৫০ দিনের মধ্যে চুক্তি না হলে আমরা মাধ্যমিক শুল্ক আরোপ করতে যাচ্ছি। এটি খুবই সাধারণ বিষয় এবং এগুলো (শুল্ক) হবে ১০০ শতাংশ।’

রাশিয়ার বিষয়ে নিজ অবস্থান জানিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘আমরা, আমি রাশিয়ার ওপর খুবই নাখোশ।’

ওই সময় ট্রাম্প জানান, ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির জন্য চুক্তিতে পৌঁছেছে অ্যামেরিকা।

অন্যদিকে রুট জানান, ন্যাটোর সদস্য দেশগুলো অ্যামেরিকার কাছ থেকে কেনা অস্ত্র ইউক্রেনে পাঠাবে, যাতে করে দেশটি তাদের মজুতের ঘাটতি পূরণ করতে পারে।

চলতি মাসে পেন্টাগন ইউক্রেনে অস্ত্রের কিছু চালান স্থগিত করে, তবে গত সপ্তাহে ট্রাম্প আরেগ সিদ্ধান্ত থেকে সরে আসে জানান, নিজেদের রক্ষায় ইউক্রেনকে অবশ্যই সক্ষম করতে হবে।