টেনেসি হাইওয়েতে গাড়ি উল্টে শিশুসহ নিহত ৬

টিবিএন ডেস্ক

মার্চ ২৭ ২০২৩, ১৭:৩৩

টেনেসি হাইওয়েতে গাড়ি উল্টে শিশুসহ নিহত ৬
  • 0

হতাহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ, নিশ্চিত করেনি দুর্ঘটনার কারণ।

টেনেসির রবার্টসন কাউন্টিতে সড়ক দুর্ঘটনায় গাড়িতে থাকা ৬ আরোহী নিহত হয়েছেন। নিহতদের ৫ জন তরুণী ও একজন শিশু। গাড়ি থেকে আহত অবস্থায় উদ্ধার দুজনকে হাসপাতাল পাঠানো হয়েছে।

 

রবার্টসন কাউন্টি ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস ডিপার্টমেন্ট জানিয়েছে, রোববার নাশভিলের ৩০ মাইল উত্তরে হাইওয়েতে রোববার স্থানীয় সময় রাত ২টায় এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা সেখানে গিয়ে একটি ক্ষতিগ্রস্ত গাড়ি উল্টে থাকতে দেখে। সেখান থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। 

 

কর্মকর্তারা জানান, নিহতদের বয়স ১ থেকে ১৮ বছরের মধ্যে। তাদের সঙ্গে থাকা এক নারীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নাশভিলের ভ্যানডারবিল্ট ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে পাঠানো হয়েছে। আহত আরেকজন পুরুষ, তাকে নাশভিলের ট্রাইস্টার স্কাইলাইন ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

 

হতাহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ, নিশ্চিত করেনি দুর্ঘটনার কারণ। ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস ডিপার্টমেন্ট জানিয়েছে, টেনেসি হাইওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে। 


0 মন্তব্য

মন্তব্য করুন