
হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী প্রায় ৮ হাজার, নামী অন্য ইউনিভার্সিটিগুলোতে কত

টিবিএন ডেস্ক
প্রকাশিত: মে ২৬ ২০২৫, ২৩:৪৮

হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণা। ছবি: রয়টার্স
- 0
ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডেটার ভিত্তিতে এক হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী থাকা বেশ কিছু ইউনিভার্সিটির তালিকা করেছে। সে তালিকা অনুযায়ী, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ২৭ হাজার ২০০ বিদেশি শিক্ষার্থী রয়েছে।
বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির বিদেশি শিক্ষার্থী ভর্তির সক্ষমতা সম্প্রতি বাতিল করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। আদালত প্রশাসনের সে সিদ্ধান্ত স্থগিত করলেও অ্যামেরিকায় বিদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে রয়েছে উদ্বেগ।
এমন বাস্তবতায় দেশটির নামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কী পরিমাণ বিদেশি শিক্ষার্থী রয়েছে, তার একটি চিত্র তুলে ধরেছে দ্য ওয়াশিংটন পোস্ট।
বার্ষিক ক্লাস শুরু করেন ১ মিলিয়ন বিদেশি শিক্ষার্থী
প্রতি বছর অ্যামেরিকাজুড়ে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এক মিলিয়নের বেশি বিদেশি শিক্ষার্থী ক্লাস শুরু করেন। তারা অ্যামেরিকার অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলার যোগ করেন। একই সঙ্গে তাদের বদৌলতে সমৃদ্ধ হয় দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি খাত।
বর্তমানে এ শিক্ষার্থীরা ভুক্তভোগী হয়েছেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ট্রাম্প প্রশাসনের নিয়ন্ত্রণচেষ্টার।
গবেষণা ও উদ্ভাবনের প্রাণভোমরা
অ্যামেরিকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও উদ্ভাবনের প্রাণভোমরা হিসেবে কাজ করেন বিদেশ থেকে আসা শিক্ষার্থীরা। তারা দশকের পর দশক দেশটির অর্থনীতি ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন বলে মনে করেন গবেষকরা।
এ বিষয়ে নির্দলীয় থিংক ট্যাংক ন্যাশনাল ফাউন্ডেশন ফর অ্যামেরিকান পলিসির নির্বাহী পরিচালক স্টুয়ার্ট অ্যান্ডারসন বলেন, অ্যামেরিকার ইউনিভার্সিটিগুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রে পরিণত করেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা।
অ্যান্ডারসনের মতে, অ্যামেরিকাকে বিজ্ঞান ও সর্বোন্নত গবেষণার প্রাণবন্ত কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করেন বিদেশি শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা প্রযুক্তি ক্ষেত্রে, বিশেষত সিলিকন ভ্যালির কোম্পানিগুলোকে সফল হতে সাহায্য করেন।
যেসব ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থী সবচেয়ে বেশি
ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডেটার ভিত্তিতে এক হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী থাকা বেশ কিছু ইউনিভার্সিটির তালিকা করেছে। সে তালিকা অনুযায়ী, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ২৭ হাজার ২০০ বিদেশি শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া নর্থইস্টার্ন ইউনিভার্সিটি-বোস্টনে ২১ হাজার, কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ২০ হাজার ৩০০, অ্যারিজোনা স্টেইট ইউনিভার্সিটিতে ১৮ হাজার ৪০০, ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ১৭ হাজার ৫০০ বিদেশি শিক্ষার্থী আছে।
এগুলোর বাইরে ইউনিভার্সিটি অব ইলিনয়-আরবানা-শ্যাম্পেইনে ১৫ হাজার ৪০০, বোস্টন ইউনিভার্সিটিতে ১২ হাজার ৯০০, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-বার্কলেতে ১২ হাজার ৪০০, পারডিউ ইউনিভার্সিটি-ওয়েস্ট ল্যাফায়েটে ১২ হাজার ২০০, ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসে ১১ হাজার ৯০০, ইউনিভার্সিটি অব মিশিগান-অ্যান আরবারে ১১ হাজার ৮০০ বিদেশি শিক্ষার্থী রয়েছে।
আলোচিত হার্ভার্ড ইউনিভার্সিটিতে সাত হাজার ৮০০ বিদেশি শিক্ষার্থী রয়েছেন।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট-ডিএইচএস গত বৃহস্পতিবার হার্ভার্ড ইউনিভর্সিটির বিদেশি শিক্ষার্থী ভর্তির সনদ বাতিল করে।
সিদ্ধান্তটি ছিল আইভি লিগ ইউনিভার্সিটিগুলোর সঙ্গে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বন্দ্বের মাত্রা বৃদ্ধি। হার্ভার্ডের মামলার পর ম্যাসাচুসেটসের একজন ফেডারেল বিচারক শুক্রবার ডিএইচএসের চেষ্টা আটকে দেন।