ডেমোক্র্যাটিক পার্টির ২০২৪ এর সম্মেলন শিকাগোতে

টিবিএন

এপ্রিল ১১ ২০২৩, ২২:১৩

ডেমোক্র্যাটিক পার্টির ২০২৪ এর সম্মেলন শিকাগোতে
  • 0

ডেমোক্র্যাটিক পার্টির ২০২৪ সালের সম্মেলন হবে শিকাগোতে। আয়ারল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরুর আগে প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দিয়েছেন।

প্রেসিডেন্টের দেয়া বিবৃতির বরাতে এনবিসি নিউয এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে তিনি বলেছেন, ‘২০২৪ এর ডেমোক্র্যাট সম্মেলনের জন্য শিকাগো আমাদের বেশ পছন্দ হয়েছে। সেখানে জড়ো হয়ে আমরা আমাদের ঐতিহাসিক অগ্রগতির কথা বলব। দেখাব, কীভাবে আমরা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মধ্যবিত্ত ও দরিদ্রদের প্রাধান্য দিয়েছি।‘

শিকাগোতে ডেমোক্র্যাটদের শেষ সম্মেলনটি হয়েছিল ১৯৯৬ সালে। সে সময় তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হতে লড়ছিলেন।

এদিকে, আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য ফের মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন জো বাইডেন।

তিনি সোমবার এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে জানান, ফের ভোটে নামার পরিকল্পনা করছেন। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণার জন্য তিনি প্রস্তুত নন।

এখন পর্যন্ত দুজন ডেমোক্র্যাট দলের হয়ে নির্বাচনে নামার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তারা হলেন, লেখক মারিয়ানে উইলিয়ামসন ও সাবেক প্রেসিডেন্ট জন এফ ক্যানেডির ভাতিজা রবার্ট এফ ক্যানেডি।


0 মন্তব্য

মন্তব্য করুন