মালয়েশিয়ার তথ্যমন্ত্রী ফাহমি ফাদজিল গুড ভাইভস ইভেন্টের আয়োজকদের সঙ্গে দেখা করার পর এক টুইটে বলেন, ‘মালয়েশিয়ার আইনকে চ্যালেঞ্জ, অবমাননা ও লঙ্ঘন করে এমন কোনো কিছুর সঙ্গে আপস করা হবে না।’
তিনি বলেন, ‘মালয়েশিয়া সৃজনশীল শিল্পের বিকাশ ও মত প্রকাশের স্বাধীনতায় সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধবিরোধী কোন কিছুকে অনুমোদন করা হবে না।’
এ ঘটনার পর দ্য গুড ভাইভস ফেস্টিভ্যাল এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে, দ্য নাইন্টিনসেভেনটিফাইভ ব্যান্ডের গায়ক ম্যাটি হিলির বিতর্কিত আচরণ ও মন্তব্যের কারণে গুড ভাইভস ফ্যাস্টিভ্যালের বাকি অংশ বাতিল করতে হচ্ছে।’
উৎসবটিতে তিন দিনে স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে মোট ৪৩টি পরিবেশনার কথা ছিল। তবে প্রথম দিনেই শুক্রবারে দ্য নাইন্টিনসেভেনটিফাইভ এর বিতর্কিত আচরণের জন্য শনিবার দুপুরে ফ্যাস্টিভ্যাল বন্ধের নির্দেশ দেয়া হয়।
মালয়েশিয়ায় সমকামিতা নিষিদ্ধ। কেউ সমকামিতায় জড়ালে জরিমানাসহ ২০ বছর পর্যন্ত কারাদল্ড হতে পারে।
এর আগে ২০১৯ সালে ইউনাইটেড আরব আমিরাতে এক পুরুষ ভক্তকে চুম্বন করে বিতর্ক ছড়িয়েছিলেন হিলি।