আদালতের রায় উল্লেখ করে মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে ইসিপি জানায়, সংবিধানের ৬৩ (১)(এইচ) অনুচ্ছেদ ও নির্বাচনি আইন ২০১৭ এর ২৩২ ধারা অনুযায়ী ইমরান খানকে পাঁচ বছরের জন্য রাজনীতিতে অযোগ্য ঘোষণা করা হলো।
সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ইমরান খানকে ইসলামাবাদের একটি আদালত শনিবার তোষাখানা দুর্নীতি মামলার রায়ে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেয়। এর পরপরই তাকে লাহোরের বাড়ি জামান পার্ক থেকে গ্রেফতার করা হয়।
ইমরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে ২০১৮-২০২২ সালে বিদেশ সফরের সময় ১৪০ মিলিয়ন পাকিস্তানি রুপির (৫০০০০০ ডলার) বেশি মূল্যের অবৈধ রাষ্ট্রীয় মালিকানাধীন উপহার কেনা-বেচার অভিযোগ আনে ইসিপি। এটিই তোষাখানা মামলা বলে পরিচিতি পায়।
মামলার রায়কে চ্যালেঞ্জ করে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে ইমরানের আইনজীবীরা আবেদন করেছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীদের গত কয়েক বছর ধরে গ্রেফতার করা হচ্ছে। দেশটির সামরিক বাহিনীর হস্তক্ষেপে সাবেক আন্তর্জাতিক ক্রিকেট তারকা ইমরান খান দেশটির সপ্তম সাবেক প্রধানমন্ত্রী হিসেবে গ্রেফতার হয়েছেন।
পাকিস্তানের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীই দেশটির সংবিধান অনুযায়ী পাঁচ বছরের মেয়াদ শেষ করে ক্ষমতা হস্তান্তর করতে পারেননি।
আরেকটি মামলায় পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা গত মে মাসে ইমরানকে আটক করার পর এ বছর দ্বিতীয়বার তিনি গ্রেফতার হলেন। এর আগে আটকের পর ইমরান নিজেকে নির্দোষ দাবি করেন এবং কয়েক দিনের মধ্যে জামিনে মুক্তি পান।
ইমরান খানের প্রথম গ্রেপ্তারের পর যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল তার মুক্তির পরেও তা থামেনি। এর ফলে খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের হাজার হাজার কর্মী এবং নেতাদের কর্তৃপক্ষ আটক করে।