অস্ট্রেলিয়াকে তাদের প্রথম ইনিংসে ৪১৬ রানে গুটিয়ে দিয়ে ব্যাট করা শুরু করে ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৯১ রান যোগ করেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট।
ক্রলি ৪৮ রান করে নেইথান লায়নের বলে আউট হন। ডাকেট দ্বিতীয় উইকেটে ৯৭ রান যোগ করেন ওলি পোপের সঙ্গে মিলে।
পোপকে ৪২ রানে আউট করেন ক্যামেরন গ্রিন। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি থেকে ২ রান দূরে থেকে জশ হেইজলউডের বলে ফেরেন ডাকেট (৯৮)।
ইংল্যান্ডের সেরা ব্যাটার জো রুটকে ১০ রানে আউট করেন মিচেল স্টার্ক। দিনশেষে হ্যারি ব্রুক ও বেন স্টোকস নিরাপদে রাখেন স্বাগতিক দলকে।
ব্রুক ৪৮* ও স্টোকস ১৭* রান নিয়ে খেলছিলেন।
অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক, গ্রিন লায়ন ও হেইজলউড একটি করে উইকেট নেন। ৩৭তম ওভারে ফিল্ডিং করার সময় নেইথান লায়ন পায়ে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন।
এই ইনিংসে তিনি আর বল করতে পারবেন কিনা সেটা নিশ্চিত হওয়া যাবে পরীক্ষার পর।
শুক্রবার সকালে ৫ উইকেটে ৩৩৯ রান নিয়ে খেলতে নামে অস্ট্রেলিয়া। ৭৭ রানে অজিদের বাকি ৫ উইকেট তুলে নেয় ইংল্যান্ড।
স্টিভেন স্মিথ একা লড়াই করে পূর্ণ করেন ৩২তম টেস্ট সেঞ্চুরি। ১১৭ রান করে আউট হন তিনি। অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্কের ব্যাট থেকে আসে ২২ রান করে।
ইংলিশদের হয়ে ওলি রবিনসন ও জশ টং ৩টি করে উইকেট নেন।