৬ জানুয়ারির অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউটরদের সতর্ক করেছেন ট্রাম্পের আইনজীবীরা

টিবিএন ডেস্ক

জুলাই ২৭ ২০২৩, ২১:৩৪

৬ জানুয়ারি ক্যাপটল দাঙ্গায় অভিযুক্ত হতে পারেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

৬ জানুয়ারি ক্যাপটল দাঙ্গায় অভিযুক্ত হতে পারেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

  • 0

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন যে বৃহস্পতিবার ফেডারেল প্রসিকিউটরদের সঙ্গে বৈঠকের সময় ২০২১ ক্যাপিটল দাঙ্গার জন্য তাকে অভিযুক্ত করার বিরুদ্ধে তার আইনজীবীরা ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে (ডিওজে) সতর্ক করেছেন।

তার বিরুদ্ধে অনতিবিলম্বে অভিযোগ গঠন করা হবে এমনটা তার আইনজীবীদের অবহিত করা হয়েছে, সাংবাদিকদের এমন দাবিকে খারিজ করে দিয়েছেন ট্রাম্প।

তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বৃহস্পতিবার লেখেন, 'আজ সকালে আমার অ্যাটর্নিরা ডিওজের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। তারা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন যে আমি কিছু ভুল করিনি। অনেক আইনজীবী আমাকে পরামর্শ দিয়েছেন। আমার বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দেশকে আরও ধ্বংসের মুখে ঠেলে দেবে।

'বৈঠক চলার সময় নোটিশের কোন ইঙ্গিত দেওয়া হয়নি। কোন মিথ্যা সংবাদকে বিশ্বাস করবেন না!'

গত সপ্তাহে, ট্রাম্প বলেছিলেন যে তিনি স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন, যেখানে তাকে একটি গ্র্যান্ড জুরির কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

স্মিথের চিঠিটি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলকে উল্টে দেওয়ার জন্য ট্রাম্পের কথিত প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত। সেবারের নির্বাচনে ট্রাম্প তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে হেরে যান।

ট্রাম্প অবশ্য বরাবরই দাবি করেছেন যে তিনি ব্যাপক নির্বাচনী জালিয়াতির কারণে ২০২০ সালে হেরেছেন। তবে ডেমোক্র্যাট ও অন্যান্য পর্যবেক্ষকেরা তার এই দাবিকে মিথ্যা মনে করে ও মনে করে যে তার এ দাবিই দাঙ্গাকে উত্সাহিত করতে সহায়তা করেছিল।

ট্রাম্প বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে বলেন, 'নির্বাচনে যারা প্রতারণা করেছে তাদের পেছনে তারা লাগে না। তারা কেবলমাত্র তাদের পেছনে লাগে যারা প্রতারণার বিষয়ে রিপোর্ট করে বা প্রশ্ন করে। এটি অ্যামেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অসম্মান হিসাবে জায়গা করে নেবে।'

ট্রাম্পই প্রথম সাবেক প্রেসিডেন্ট যাকে ফৌজদারি আইনে বিচার করা হয়েছে। তবে তিনি যে রাজ্য ও ফেডারেল অভিযোগের মুখোমুখি হচ্ছেন তা তাকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থিতা করতে বা প্রেসিডেন্ট হিসাবে কাজ করতে বাধা দেয় না।

গত মাসে, ট্রাম্পের বিরুদ্ধে বিচারকার্য পরিচালনা করা স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ গোপন নথি মামলায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ঘোষণা করার সময় আইনের সমতার ওপর জোর দিয়েছিলেন।

তিনি বলেন, 'আমাদের এই দেশে আইন আছে এবং সেগুলি সবার জন্য প্রযোজ্য। এই আইনের প্রয়োগ ও তথ্য সংগ্রহ করা, এটিই তদন্তের ফল নির্ধারণ করে, এর চেয়ে বেশি কিছু নয়।'