দক্ষিণ কোরিয়ায় ২ ডেটা সেন্টার স্থাপনে স্যামসাংয়ের সঙ্গে কাজ করবে ওপেনএআই

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২ ২০২৫, ২০:০৫

স্যামসাংয়ের লোগো। ছবি: রয়টার্স

স্যামসাংয়ের লোগো। ছবি: রয়টার্স

  • 0

চ্যাটজিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠানটির স্টারগেট প্রকল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণে যুক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার চিপমেকার দুটি।

ওপেনএআইয়ের ডেটা সেন্টারগুলোতে মেমোরি চিপ সরবরাহে প্রাথমিক অঙ্গীকারনামায় সই করেছে স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে হাইনিক্স।

চ্যাটজিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠানটির স্টারগেট প্রকল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণে যুক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার চিপমেকার দুটি।

রয়টার্স জানায়, দক্ষিণ কোরিয়ায় দুটি ডেটা সেন্টার স্থাপনেও স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্সের সঙ্গে কাজ করবে ওপেনএআই।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রেসিডেন্টের দপ্তরে বুধবার দেশটির প্রেসিডেন্ট লি জায়ে মিউং এবং স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে হাইনিক্সের চেয়ারম্যানদের সঙ্গে বুধবার ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও স্যাম অল্টম্যানের বৈঠকের পর এ ঘোষণা আসে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ৫০০ বিলিয়ন ডলারের স্টারগেট প্রকল্প উন্মোচন করেন। ওপেনএআইয়ের পাশাপাশি এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সফটব্যাংক, ওরাকলের মতো সহযোগী। প্রকল্পের লক্ষ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআইয়ে অ্যামেরিকার শীর্ষ অবস্থান ধরে রাখা।

প্রকল্পটির অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা হলো চিপের প্রাপ্তি বাড়ানো। এমন বাস্তবতায় গত সপ্তাহে এনভিডিয়া জানায়, ওপেনএআইয়ে ১০০ বিলিয়ন ডলার নাগাদ বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ওপেনএআইকে ডেটা সেন্টারের জন্য চিপ সরবরাহের কথাও জানায় এনভিডিয়া।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা কিম ইয়োং-বিয়োম জানান, ২০২৯ সালে ৯ লাখ সেমিকনডাক্টর ওয়েফারের ক্রয়াদেশ দিতে চায় ওপেনএআই। প্রতিষ্ঠানটি স্যামসাং ও এসকে হাইনিক্সকে সঙ্গে নিয়ে দক্ষিণ কোরিয়ায় দুটি ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করেছে। প্রাথমিকভাবে ডেটা সেন্টারগুলোর ধারণক্ষমতা হবে ২০ মেগাওয়াট।

এ উপদেষ্টা জানান, প্রয়োজন হলে স্টারগেট প্রকল্পে অর্থায়নের জন্য প্রস্তুত আছে দক্ষিণ কোরিয়া।