রমজানের শেষ দিকে মক্কায় ব্যাপক বৃষ্টির শঙ্কা

টিবিএন ডেস্ক

এপ্রিল ১১ ২০২৩, ২২:৪৩

রমজানের শেষ দিকে মক্কায় ব্যাপক বৃষ্টির শঙ্কা
  • 0

ইসলামের পবিত্র মাস রমজানের শেষ ১০ দিনে মক্কায় প্রবল বৃষ্টির আশংকা করছে সৌদি কর্তৃপক্ষ। এজন্য ওমরাহ হজ পালনে মসজিদুল হারামে আসা মুসলমানদের নিরাপদ রাখতে বিভিন্ন প্রস্তুতি নেয়া হচ্ছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, মক্কায় রমজানের শেষ ১০ দিনে বৃষ্টি মোকাবিলায় ‘জরুরি পরিকল্পনা’ বাস্তবায়ন করা হচ্ছে।  

মসজিদুল হারাম এবং মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্ট শেখ আবদুল রহমান আল-সুদাইস ‘এযেন্সি ফর সিকিউরিটি, সেফটি, কনফ্রন্টেশন অফ ইমার্যেন্সিস অ্যান্ড রিস্কস’-কে যেকোনো পরিস্থিতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। 

ন্যাশনাল সেন্টার অফ মেটোরলজির পূর্বাভাস বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন তিনি। 

সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দুটি পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি ২০০ জনেরও বেশি সুপারভাইজার, চার হাজার কর্মী ও পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। 

এছাড়া মসজিদুল হারামে বৃষ্টিজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৫ শ’র বেশি সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে ন্যাশনাল সেন্টার অফ মেটোরলজি জানায়, রমজানের শেষ ১০ দিনে আল-বাহা, মক্কা, মদিনা, তাবুক, আল-জাওফ, নর্দান বর্ডার রিজিওন, হেইল, নাজরান, জাজান, আসির, আল-কাশিম, রিয়াদ এবং ইস্টার্ন প্রভিন্সের দক্ষিণ অংশসহ দেশের বিভিন্ন অংশে ধুলি ঝড়, মুষলধারে বৃষ্টি এবং বজ্র-বৃষ্টির আশংকা রয়েছে। 


0 মন্তব্য

মন্তব্য করুন