পূর্ব এশিয়ায় অ্যামেরিকার মিত্র দুই দেশ দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা সোমবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
পহেলা আগস্ট থেকে এ শুল্ক কার্যকরের কথা রয়েছে।
সিবিএস নিউজ জানায়, দুই দেশের সরকারপ্রধানের কাছে পাঠানো প্রায় একই ধরনের দুটি চিঠি সোমবার নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন ট্রাম্প। এতে তিনি আগস্টের প্রথম দিন শুল্ক কার্যকরের ইঙ্গিত দেন।
এর আগে জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের ওপর সুনির্দিষ্ট যে শুল্ক ট্রাম্প আরোপ করেছিলেন, তাতে ৯০ দিনের স্থগিতাদেশ শেষ হচ্ছে ৯ জুলাই।
শুল্ক নিয়ে এশিয়ার দুই দেশকে দেওয়া চিঠির প্রতিটিতে ট্রাম্প উল্লেখ করেন, লিখিত বার্তাটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের শক্তিমত্তা ও অঙ্গীকারের প্রতিফলন।
এতে জাপান ও দক্ষিণ কোরিয়াকে অ্যামেরিকার ‘অসামান্য’ অর্থনীতিতে অংশগ্রহণেরও আহ্বান জানান রিপাবলিকান প্রেসিডেন্ট।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে লেখা চিঠিতে ট্রাম্প জানান, অ্যামেরিকার বাজারে পাঠানো জাপানের যেকোনো পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। এ শুল্ক সব খাতের ওপর শুল্ক থেকে আলাদা।
তিনি সতর্ক করে জানান, দক্ষিণ কোরিয়া ও জাপান যদি অ্যামেরিকা থেকে আসা পণ্যের ওপর শুল্ক বাড়ায়, তাহলে পাল্টা ব্যবস্থা নেবে প্রশাসন। এর অংশ হিসেবে জাপান বা দক্ষিণ কোরিয়া যত শতাংশ শুল্ক অ্যামেরিকার ওপর আরোপ করবে, তত শতাংশ শুল্ক ২৫ শতাংশের সঙ্গে যোগ হবে।
ট্রাম্পের কথিত পাল্টা শুল্কের অংশ হিসেবে জাপান ও কোরিয়ার ওপর নতুন শুল্ক আরোপ করা হয়েছে।
গত ২ এপ্রিল প্রথমবার পাল্টা শুল্কের ঘোষণার সময় জাপান ও দক্ষিণ কোরিয়ার ওপর ২৪ ও ২৫ শতাংশ করে শুল্ক আরোপ করে অ্যামেরিকা।