কুইন্সের সড়কে ১০০টি গাড়ি নিয়ে মহড়া, স্টান্ট ও এক ব্যক্তির ওপর হামলার অভিযোগে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আইউইটনেস নিউজ জানায়, বৃহস্পতিবার সড়ক দখল ও হামলায় জড়িত থাকার অভিযোগে জাস্টিন আগুইলেরা নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে দুটি দলবেঁধে হামলা, চারটি হামলা, দাঙ্গা ও অনুপ্রবেশের অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে।
পুলিশ জানায়, গত ২৩ নভেম্বর মালবায় ওয়ান হানড্রেড অ্যান্ড ফোরটি ওয়ান সড়কে রাতভর অনেকগুলো গাড়ি নিয়ে বিশৃঙ্খলা চালায় একটি দল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দলটি গাড়ি বিশৃঙ্খলা, ভাঙচুর ও স্টান্ট চালিয়ে সড়ক দখল করে রেখেছিল। ওই সময় এলাকায় দায়িত্বরত এক নিরাপত্তাকর্মীর গাড়িতে আগুন জ্বালিয়ে দেন কয়েকজন।
একপর্যায়ে স্থানীয় এক বাসিন্দা তাদের থামাতে এলে ওই ব্যক্তিকে মারধর করে গুরুতর আহত করেন তারা।
মালবায় ঘটনার কয়েক ঘণ্টা পর ওয়ান হানড্রেড অ্যান্ড সেভেনথ ডিস্ট্রিক্ট সীমানার ভিতরে স্থগিত লাইসেন্স ব্যবহারের অভিযোগে জাস্টিনকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ।
পরে এর সূত্র ধরে সড়ক দখলের ঘটনায় জাস্টিনের জড়িত থাকার বিষয়টি শনাক্ত করে এনওয়াইপিডি।
ঘটনাটির তদন্ত চলমান বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জাস্টিনের মাধ্যমে জড়িত অন্যদেরও শনাক্ত করা হবে বলে জানান তারা।
মালবার কাউন্সিল সদস্য ভিকি প্যালাদিনো জানান, এ ধরনের ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সেটি নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে।
বেপরোয়াভাবে গাড়ি চালানো আটকাতে ওয়ান ফোরটি ওয়ান ও ইলাভেন্থ অ্যাভিনিউ এলাকাজুড়ে স্পিড বাম্প বসানো হবে।
একই সঙ্গে অভিযুক্ত জাস্টিনের জামিন নাকচ করতে কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাৎজকে অনুরোধ জানিয়েছেন তিনি।