বিনামূল্যে প্লে-স্টেশন দেয়ার লোভ দেখিয়ে নিউ ইয়র্কে ইনফ্লুয়েন্সার আটক

টিবিএন ডেস্ক

আগস্ট ৪ ২০২৩, ২২:০৮

নিউ ইয়র্ক সিটির ইউনিয়ন স্কয়ারে উপস্থিত হাজার মানুষের ভিড়। ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক সিটির ইউনিয়ন স্কয়ারে উপস্থিত হাজার মানুষের ভিড়। ছবি: সংগৃহীত

  • 0

কাই সিনাট নামের এক ইনফ্লুয়েন্সারের বিনামূল্যে প্লে-স্টেশন গেম কনসোল দেয়ার প্রতিশ্রুতিতে নিউ ইয়র্ক সিটির ইউনিয়ন স্কয়্যারে উপস্থিত জনতা বিশৃঙ্খলা সৃষ্টি ও ভাংচুর করেছে।

টুইচ স্ট্রিমার ও ইনফ্লুয়েন্সার কাই সিনাট শুক্রবার বিকেল ৪টায় ইউনিয়ন স্কয়্যারে কুইজের সঠিক উত্তর দিলে বিনামূল্যে প্লে-স্টেশন দেয়ার প্রতিশ্রুতি দিয়ে লাইভস্ট্রিমিং করেন।

তার স্ট্রিমিং দেখে হাজার হাজার মানুষ উপস্থিত হন। তারা এসে জানতে পারেন বিনামূল্যে কোনো উপহার দেয়া হচ্ছে না।

এবিসি নিউজের প্রদিবেদনে বলা হয়েছে, প্লে-স্টেশন না পেয়ে লোকজন রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। রাস্তা বন্ধ করে অনেককে গাড়ি ও সিটি বাসের ওপর উঠে লাফালাফি করতে দেখা গেছে।

কিছু লোক প্লাইউডের টুকরো ও অন্যান্য জিনিস রাস্তায় ছুড়ে ফেলা শুরু করেন ও আগুন ধরিয়ে দেন। গন্ডগোলের কারণে নিউ ইয়র্ক সিটি সাবওয়ে ইউনিয়ন স্কয়্যার স্টেশন এড়িয়ে যাওয়া শুরু করে।

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের চিফ জেফ্রি মেড্রি জানান, লোকজনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর ‘লেভেল ফোর’ নিয়ন্ত্রণ জারি করা হয় ও ইউনিয়ন স্কয়্যারে এক হাজার পুলিশ মোতায়েন করা হয়।

মেড্রি সিবিএস নিউজকে বলেন, ‘আমরা তাদের চলে যাওয়ার সুযোগ দিয়েছি। রাস্তা ও পার্ক দিয়ে বেরিয়ে যেতে বলেছি। বারবার সতর্ক করার পর ও বোতল, পাথর ও অন্যান্য জিনিষপত্র ছোড়া শুরু হলে আমরা এলাকা খালি করার জন্য আটক করা শুরু করি।’

পুলিশি হস্তক্ষেপের পর অধিকাংশ মানুষ শান্তিপূর্ণভাবে এলাকা ছেড়ে চলে যান। সন্ধ্যা ৬টা ১৫মিনিটে পুরো স্কয়্যার প্রায় খালি হয়ে যায়।

সিনাট গন্ডগোলের সময় ইউনিয়ন স্কয়্যারে থাকলেও পরে গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ তাকে বিকেল পাঁচটার দিকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে।

পুলিশ জানিয়েছে তাকে দাঙ্গায় উসকানি দেয়ার অভিযোগে গ্রেফতার করা হতে পারে।