রোড আইল্যান্ডে গ্যাসের দাম কমলো ৫ সেন্ট

টিবিএন ডেস্ক

মে ৯ ২০২৩, ২১:১৫

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • 0

অ্যামেরিকার রোড আইল্যান্ডে গ্যাসের দাম প্রতি গ্যালনে ৫ সেন্ট কমেছে। আশা করা হচ্ছে, বাজার অস্থিরতার ভেতর মে মাস জুড়ে গ্যাসের নতুন এই দাম অপরিবর্তিত থাকবে।

এএএ নর্থইস্ট সোমবার গ্যাসের দামের উপর একটি জরিপ পরিচালনা করেছে। এতে দেখা যায়, সেলফ সার্ভড, রেগুলার আনলিডেড পেট্রল প্রতি গ্যালন গড়ে ৩.৪৪ ডলার, যা গত মাসের তুলনায় ১০ সেন্ট বেশি। কিন্তু গ্যাসের জাতীয় মূল্য থেকে এখনও এটি ৯ সেন্ট কম। গত বছর একই দিনে প্রতি গ্যালন পেট্রোল অন্তত ৯২ সেন্ট বেশি দামে বিক্রি হয়েছে।

এএএ নর্থইস্টের ডিরেক্টর অফ পাবলিক অ্যাফেয়ার্স ডায়ানা গুগ্লিওটা বলেন, ‘তেলের বাজারে অস্থিরতাই গ্যাসের দাম কমার মূল কারণ। এছাড়া এখন প্রি-সামার ড্রাইভিং সিজন চলছে। এই মৌসুমে গ্যাসের অভ্যন্তরীণ চাহিদা কম থাকায় দামও কমে গিয়েছে।’

দ্য মানডে সার্ভে অফ ফুয়েলের জরিপে দেখা গেছে, বর্তমানে গ্যাসের জাতীয় গড় দাম গত সপ্তাহের তুলনায় ৮ সেন্ট কমে গিয়ে গ্যালন প্রতি ৩.৫৩ ডলার হয়েছে। আজকের জাতীয় গড় মূল্য গত মাসের তুলনায় ৬ সেন্ট এবং গত বছরের একই দিনের তুলনায় অন্তত ৭৮ সেন্ট কম।


0 মন্তব্য

মন্তব্য করুন