বিয়ের আলাপের কথা বলে তরুণকে ডেকে নিয়ে হত্যা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩০ ২০২৫, ২১:৫৭

তরুণ রামেশ্বর ঘেঙ্গটকে ডেকে নিয়ে খুনের ঘটনায় নারীর বাবাসহ ৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। ছবি: এনডিটিভি

তরুণ রামেশ্বর ঘেঙ্গটকে ডেকে নিয়ে খুনের ঘটনায় নারীর বাবাসহ ৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। ছবি: এনডিটিভি

  • 0

পুনের কাছে পিম্পরি চিঞ্চওয়াড়ের সাংভি এলাকায় গত ২২ জুলাই ঘটনাটি ঘটে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি এলাকায় বিয়ে নিয়ে আলাপের ছলে এক তরুণকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মহারাষ্ট্র পুলিশের বরাতে এনডিটিভি শনিবার জানায়, ২৬ বছরের তরুণ রামেশ্বর ঘেঙ্গটকে ডেকে নিয়ে খুন করেন নারীর পরিবারের সদস্যরা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, পুনের কাছে পিম্পরি চিঞ্চওয়াড়ের সাংভি এলাকায় গত ২২ জুলাই ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নারীর বাবাসহ ৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়ে পুলিশ বলেছে, এখনও পলাতক দুজন। তাদের সবার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।

সাংভির জ্যেষ্ঠ পুলিশ পরিদর্শক জিতেন্দ্র কলি জানান, ১১ জনের নামে মামলা করা হয়েছে। আসামিদের মধ্যে আছেন নারীর বাবা প্রশান্ত সারসার, যার বিরুদ্ধে রামেশ্বর ঘেঙ্গটকে পিটিয়ে হত্যার অভিযোগ আনা হযেছে।

পুলিশের এ কর্মকর্তা জানান, অভিযুক্ত অপর দুজনকে ধরতে অভিযান চলছে।

পুলিশ জানায়, যে নারীর সঙ্গে ভুক্তভোগীর সম্পর্ক ছিল, তিনি তার আত্মীয়। তরুণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগসহ অপরাধের রেকর্ড থাকায় তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনের বিরোধিতা করে নারীর পরিবার।

ওই তরুণের বিরুদ্ধে প্রটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট বা পোসকোর অধীনে মামলাও করা হয়েছিল।

পুলিশ জানায়, তরুণ ও তার প্রেমিকা বিয়ের বিষয়ে অনড় থাকায় বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনা করতে তরুণকে ডাকে নারীর পরিবার। এর পরিপ্রেক্ষিতে মা-বাবাসহ প্রেমিকার বাড়িতে যান তরুণ। সেখানে যাওযার পর দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়।

বাহিনীটি আরও জানায়, ঝগড়ার মধ্যে নারীর বাবা ও অন্যরা রামেশ্বরকে একটি কক্ষে নিয়ে বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত হন এ তরুণ।

রামেশ্বরকে ভর্তি করা হয় বেসরকারি একটি হাসপাতালে, তবে শেষ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে একটি মামলা করে পুলিশ।