অ্যামেরিকার অধঃপতন ঘটছে, আমরা ফের মহান বানাব: ট্রাম্প

টিবিএন ডেস্ক

আগস্ট ২ ২০২৩, ১৩:২০

নির্বাচনি প্রচারে ডনাল্ড ট্রাম্প। ছবি: টুইটার

নির্বাচনি প্রচারে ডনাল্ড ট্রাম্প। ছবি: টুইটার

  • 0

তৃতীয়বারের মতো ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে ডনাল্ড ট্রাম্প বলেছেন, দেশ হিসেবে অ্যামেরিকার অধঃপতন ঘটছে। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশকে আবার মহান করে তুলবেন।

ফেডারেল জুরি মঙ্গলবার সাবেক এই প্রেসিডেন্টকে ২০২০ সালের নির্বাচনের ফল উলটে দেয়ার চেষ্টায় অভিযুক্ত করে। আদালতের নথি অনুযায়ী, স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথের তদন্তের পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে চারটি কাউন্টে অভিযুক্ত করা হয়। এগুলো হলো, অ্যামেরিকার বিরুদ্ধে প্রতারণার ষড়যন্ত্র, দাপ্তরিক কার্যক্রমে বাধা দেয়ার ষড়যন্ত্র, আনুষ্ঠানিক কার্যক্রমে বাধা দেয়া ও বাধা দেয়ার চেষ্টা এবং অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র।

ওয়াশিংটন ডিসির একটি আদালতে বিচারক মক্সিলা উপাধ্যায়ের সামনে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টায় তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

নিজের স্যোশাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ স্যোশালে ট্রাম্প বুধবার লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ!!! আমি এর আগে কোনো ঘটনায় এতটা সমর্থন পাইনি। একজন প্রাক্তন (অত্যন্ত সফল!) প্রেসিডেন্ট এবং এখন পর্যন্ত রিপাবলিকান পার্টি ও সাধারণ নির্বাচনের প্রার্থীদের মধ্যে শীর্ষস্থানীয় প্রার্থীর বিরুদ্ধে এই নজিরবিহীন অভিযোগের মধ্য দিয়ে অ্যামেরিকায় গত তিন বছর ধরে যে দুর্নীতি, স্ক্যান্ডাল ও পতন ঘটছে, তা এখন বিশ্ববাসীর কাছে প্রকাশ্যে এসেছে। অ্যামেরিকার অধঃপতন ঘটছে, কিন্তু আমরা এই দেশকে আবারও মহান করে তুলব, আগের চেয়ে আরও মহান করে তুলব।’

ট্রাম্পে নির্বাচনি শ্লোগান হলো, মেক অ্যামেরিকা গ্রেট অ্যাগেইন (এমএজিএ বা মাগা), যার অর্থ, অ্যামেরিকাকে ফের মহান করে তুলুন। তিনটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েও ২০২৪ নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী এই নেতা। প্রতিবার অভিযুক্ত হওয়ার পর জানান দেন, তাকে নির্বাচন থেকে হটাতে জো বাইডেন প্রশাসন জাস্টিস ডিপার্টমেন্টকে ব্যবহার করছে। তবে এসব কিছুই তাকে দমিয়ে রাখতে পারবে না।

ডনাল্ড ট্রাম্প গত এপ্রিলে নিউ ইয়র্কের আদালতে ব্যবসায়িক জালিয়াতির মামলায় অভিযুক্ত হন। এরপর জুনে ফ্লোরিডায় গোপন নথির অব্যবস্থাপনার ঘটনায় ফেডারেল অভিযোগে অভিযুক্ত হন। সবশেষ মঙ্গলবার অভিযুক্ত হন ২০২০ সালের নির্বাচনে ফল উলটে দেয়ার চেষ্টার ফেডালের অভিযোগে।

এরই মধ্যে প্রকাশ হওয়া কয়েকটি জরিপে দেখা গেছে, ২০২৪ নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টির প্রার্থীদের থেকে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। এমনকি রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টিতে ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে জনপ্রিয়তার হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন- এর জবাবে ৪৩ শতাংশ ট্রাম্পকে ভোট দিয়েছেন আর ৪৩ শতাংশ বাইডেনকে পছন্দ করছেন।


সবশেষ মামলার বিষয়ে রিপাবলিকান আইনপ্রণেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তার কট্টর মিত্র ওহাইওর রিপ্রেজেন্টিটিভ ও হাউয জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জিম জর্ডান বলেছেন, ট্রাম্প কোনো ভুল করেননি।

হাউয স্পিকার রিপাবলিকান কেভিন ম্যাকার্থি এক্সে বলেছেন, প্রেসিডেন্টের ছেলে হান্টার বাইডেনের দুর্নীতির তথ্য একের পর এক সামনে আসছে। এর মধ্যে সবশেষ নির্বাচনি জরিপে দেখা গেছে যে বাইডেনের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে বাইডেন ও হান্টার বাইডেনের ঘটনা ধামাচাপা দিতে ট্রাম্পের ওপর একের পর এক আক্রমণ করছে জাস্টিস ডিপার্টমেন্ট।

রিপাবলিকান শিবিরে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার গর্ভনর রন ডিস্যান্টিস ট্রাম্পকে সমর্থন দিতে গিয়ে নিজের প্রচারও সেড়ে নিলেন। তিনি এক্সপোস্টে জানিয়েছেন, অ্যামেরিকার অধঃপতনের অন্যতম কারণ হলো আইনের শাসনের রাজনীতিকরণ… প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ফেডারেল সরকারকে অস্ত্র হিসেবে ব্যবহৃত হওয়া থেকে রক্ষা করবেন।

এক সাক্ষাৎকারে লাল শিবিরের আরেক প্রার্থী টিম স্কট বলেছেন, ট্রাম্প ও হান্টার বাইডেনের অভিযোগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করেছে বিচার বিভাগ।

ট্রাম্পকে অভিযুক্ত করার প্রতিটি ঘটনায় কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থেকেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার যখন ট্রাম্পকে অভিযুক্ত করার খবর প্রকাশ হয়, তখন ডেলাওয়্যারে রেস্তোরাঁয় খাবার খেয়ে ও ওপেনহেইমার মুভি দেখে ছুটি কাটাচ্ছিলেন বাইডেন।

তবে ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা ফেডারেলর গ্র্যান্ড জুরির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

এক যৌথ বিবৃতিতে সেনেট মেজোরিটি লিডার চাক শুমার ও হাউয ডেমোক্র্যাটিক লিডার হেকিম জেফ্রিস বলেন, ‘কেউ, এমনকি ডনাল্ড ট্রাম্পও আইনের ঊর্ধ্বে নন… এই অভিযোগপত্র অবশ্যই এখন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। কোনো ধরনের রাজনৈতিক বা আদর্শগত হস্তক্ষেপ এতে হবে না। আদালতে এই মামলার বিচারকাজ শান্তিপূর্ণভাবে হতে দিতে ট্রাম্পের সমর্থক ও সমালোচকদের প্রতি আহ্বান জানাচ্ছি।’