জর্জিয়ার সেনাঘাঁটিতে এক সার্জেন্টের গুলিতে পাঁচ সেনা আহত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭ ২০২৫, ০:৩১ হালনাগাদ: সেপ্টেম্বর ৮ ২০২৫, ৭:১০

ছবিঃ সার্জেন্ট কর্নেলিয়াস র‍্যাডফোর্ড

ছবিঃ সার্জেন্ট কর্নেলিয়াস র‍্যাডফোর্ড

  • 0

ব্যক্তিগত বিরোধের কারণে এমন হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা।

শৃঙ্খলাই যেখানে মূলমন্ত্র, সেই সেনাঘাঁটিতেই হঠাৎবিশৃঙ্খল হলেন এক সেনাসদস্য। বুধবার বেলা ১১টার দিকে জর্জিয়ার ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে সহকর্মী সেনাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিছুঁড়তে শুরু করেন ২৮ বছর বয়সী সার্জেন্ট কর্নেলিয়াস র‍্যাডফোর্ড। তার গুলিতে আহতহন পাঁচজন।

থার্ডইন ফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানান, বর্তমানে আহতদের অবস্থা আশংকামুক্ত রয়েছে। ঘটনার পরপরই পুরো ঘাঁটিতে লকডাউনজারি করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে সন্দেহভাজনকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়া হয়। কমিউনিটিতে এখন কোনো হুমকিনেই বলে জানান লুবাস।

তিনি বলেন, এই ঘটনায় কোন সামরিক অস্ত্র ব্যবহার করা হয়নি। হামলার উদ্দেশ্য সম্বন্ধে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যক্তিগত বিরোধের কারণে এমন হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা।

হামলার পর থেকেই পুরো অভিযানের ওপর সার্বক্ষণিক নজর রাখছিলেন জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।

হামলার পর থেকেই সাভানা শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে জানিয়ে মেয়র ভ্যান জনসন বলেন, সেনা ঘাঁটিতে এমন হামলায় হতবাক পুরো কমিউনিটি।

এদিকে, ফোর্ট স্টুয়ার্টে গুলিবর্ষণে ঘাঁটির নিরাপত্তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। হামলাটিকে নৃশংস আখ্যা দিয়ে ঘটনায় জড়িত অপরাধীর সর্বোচ্চ বিচারের আশ্বাস দেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এক্সে দেয়া পোস্টে, হামলাকারীর দ্রুত বিচারের প্রতিশ্রুতি দেন ডিফেন্স সেক্রেটারিপিট হেগসেথ।