
অ্যামেরিকাজুড়ে ঝড়ের তাণ্ডবে নিহত ২৩, কোন স্টেইটে কেমন ক্ষয়ক্ষতি

টিবিএন ডেস্ক
প্রকাশিত: মে ১৭ ২০২৫, ১৮:৪৫

মিজৌরির সেন্ট লুইসে শুক্রবার টর্নেডোতে দুই তলা একটি বাড়ির পেছনের দেয়াল পুরোপুরি ধসে পড়ার পর ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছেন বাসিন্দারা। ছবি: রয়টার্স
- 0
প্রবল এ ঝড়ে দেশজুড়ে ক্ষয়ক্ষতির চিত্র শনিবার এক প্রতিবেদনে তুলে ধরেছে দ্য ওয়াশিংটন পোস্ট।
মিজৌরি ও কেনটাকিতে সম্ভাব্য টর্নেডো এবং ভার্জিনিয়ায় প্রবল বজ্রঝড়ে গাছ উপড়ে গাড়িতে পড়াসহ অ্যামেরিকাজুড়ে ঝড়ের তাণ্ডবে প্রাণ গেছে কমপক্ষে ২৩ জনের।
প্রবল এ ঝড়ে দেশজুড়ে ক্ষয়ক্ষতির চিত্র শনিবার এক প্রতিবেদনে তুলে ধরেছে দ্য ওয়াশিংটন পোস্ট।
কেনটাকি
ঝড়ে দক্ষিণপূর্বাঞ্চলীয় এ স্টেইটে ১৪ জন নিহত হন বলে জানান গভর্নর অ্যান্ডি বিশিয়ার।
লরেল কাউন্টি শেরিফের ডিপার্টমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার এক পোস্টে জানায়, শুক্রবার রাত ১১টা ৪৯ মিনিটে লরেল কাউন্টিতে টর্নেডো আঘাত হানে। এতে অনেকে গুরুতর আহত হন।
ঝড়ের পর উদ্ধারকারী দল তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে গভর্নর বিশিয়ার জানান, মৃতের সংখ্যা বাড়তে পারে।
গভর্নর বিশিয়ার কেনটাকির পাঁচটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেন।
তিনি আরও জানান, স্টেইটের এক লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় আছেন।
মিজৌরি
কেনটাকি থেকে শত শত মাইল দূরে মধ্যপশ্চিমাঞ্চলীয় স্টেইট মিজৌরির সেন্ট লুইসে মারাত্মক দুযোর্গপূর্ণ আবহাওয়ায় পাঁচজন নিহত ও ৩৮ জন আহত হন বলে জানান সিটির কর্মকর্তারা।
আবহাওয়াবিদরা টর্নেডোর খবর নিশ্চিত না করলেও ন্যাশনাল ওয়েদার সার্ভিস সেন্ট লুইস জানায়, ক্ষয়ক্ষতির প্রতিবেদন ও রাডার চিত্র দেখে বোঝা যাচ্ছে, একটি টর্নেডো আঘাত হানতে পারে।
সেন্ট লুইস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ডেনিস জেনকারসন বিকেলে কর্মচঞ্চল সময়ে বিধ্বংসী ঝড় শুরু হয়। এটি পরবর্তী সময়ে পূর্ব দিকে দক্ষিণ ইলিনয়ের একটি নদীর দিকে চলে যায়। সেন্ট লুইসের মেয়র ক্যারা স্পেনসার শনিবার সকালে সংবাদ সম্মেলনে জানান, ঝড়ে প্রায় পাঁচ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকারী দল নিখোঁজ লোকজনকে উদ্ধার এবং ধ্বংসস্তূপ সরাতে কাজ করছেন।
স্পেনসার বলেন, ‘ধ্বংসযজ্ঞ সত্যিকার অর্থে হৃদয়বিদারক।’
মিনেসোটা
সেন্ট লুইস থেকে ১০০ মাইলের বেশি দূরত্বে মধ্যপশ্চিমাঞ্চলীয় আরেক স্টেইট মিনেসোটার স্কট কাউন্টির শেরিফ ডেরিক হুইটলি জানান, শুক্রবার দক্ষিণাঞ্চলীয় মিজৌরি কাউন্টির গ্রামীণ কয়েকটি এলাকায় আঘাত হানে টর্নেডো। এতে দুজন নিহত এবং আরও কয়েকজন আহত হন।
তিনি আরও জানান, ঝড়ে একাধিক বাড়ি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। কিছু এলাকা শনাক্তের অযোগ্য হয়ে গেছে।
ভার্জিনিয়া
দক্ষিণ-পূর্বাঞ্চল ও মধ্য আটলান্টিক অঞ্চলের এ স্টেইটে শুক্রবার বিকেলের শেষের দিকে প্রবল বেগে একটি ঝড় আঘাত হানে ফেয়ারফ্যাক্স কাউন্টির দক্ষিণে ও আলেকজান্দ্রিয়ায়। এতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে হাজারো বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। এ ছাড়া বৈদ্যুতিক সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হয় এবং গাছ উপড়ে মহাসড়কে পড়ে থাকে।
ফেয়ারফ্যাক্স কাউন্টি কর্মকর্তারা জানান, গাড়িতে গাছ উপড়ে পড়ে এক চালক নিহত হন।
ইউএস পার্ক পুলিশ জানায়, ঝড়ে জর্জ ওয়াশিংটন মেমোরিয়াল পার্কওয়েতে আরও একজন নিহত হন।