
কারিশমা কাপুরের সাবেক স্বামীকে খুনের দাবি

টিবিএন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫ ২০২৫, ৬:৪৮ হালনাগাদ: ডিসেম্বর ১০ ২০২৫, ২৩:২৮

মায়ের সাথে সঞ্জয় কাপুর। ছবি: এনডিটিভি
- 0
হত্যাকাণ্ডের পেছনে বহুদেশীয় ষড়যন্ত্রের" ইঙ্গিত দেয়া হয়েছে।
বলিউড সিনেমার গল্প যেন বাস্তব জীবনে রূপ নিয়েছে।৩০,০০০ কোটি টাকার সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে বউ-শাশুড়ির যুদ্ধ এখন চরমে। সদ্য প্রায়ত কারিশমা কাপুরের সাবেক সামী সঞ্জয় কাপুরের মা ও বউয়ের মধ্যে দ্বন্দ গড়িয়েছে ব্রিটিশ পুলিশ পর্যন্ত।
এ সপ্তাহে সঞ্জয় কাপুরের মা রানি কাপুর ছেলের মৃত্যুকে হত্যা হিসেবে উল্লেখ করে ব্রিটিশ পুলিশকে চিঠি দিয়েছেন। যেখানে হত্যাকাণ্ডের পেছনে বহুদেশীয় ষড়যন্ত্রের" ইঙ্গিত দেয়া হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, রানি কাপুর তার চিঠিতে দাবি করেছেন, তার কাছে সঞ্জয় কাপুরের হত্যার বিশ্বাসযোগ্য এবং উদ্বেগজনক প্রমাণ রয়েছে। এসব প্রমাণ থেকে বোঝা যায় তার মৃত্যু দুর্ঘটনাজনিত বা স্বাভাবিক নাও হতে পারে। বরং এর সাথে খুন, প্ররোচনা, ষড়যন্ত্র, জালিয়াতির সম্ভাবনাসহ নানা ষড়যন্ত্র জড়িত থাকতে পারে।
রানি কাপুর আরও বলেন, তার কাছে থাকা নথিগুলো জাল আইনি ও আর্থিক নথি, সন্দেহজনক সম্পদ স্থানান্তর এবং সন্দেহজনক আইনি ফাইলিংয়ের আভাস দেয়। সঞ্জয় কাপুরের মৃত্যুতে আর্থিকভাবে লাভবান হতে চেয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে যোগসাজশের ইঙ্গিত দেয়া হয়েছে ঐ চিঠিতে।
তার সন্দেহের জোরালো কারণ রয়েছে বলে ব্রিটিশ পুলিশকে জানিয়েছেন সঞ্জয়ের মা।ছেলের মৃত্যুকে একটি সমন্বিত আন্তঃজাতীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিত ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি। যার সাথে ব্রিটেন, ভারত এবং সম্ভবত অ্যামেরিকার কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছেন।
রানি কাপুর বলেন, ‘বিষয়টির গুরুত্ব, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, মিথ্যা উপস্থাপনার মাধ্যমে প্রতারণা, জালিয়াতি এবং ন্যায়বিচারের পথ বিকৃত করা হয়েছে। এসব বিবেচনা করে আমি সম্মানের সাথে অবিলম্বে একটি আনুষ্ঠানিক অভিযোগ নথিভুক্ত করার এবং আমার ছেলের মৃত্যুর জন্য ফৌজদারি তদন্ত শুরু করার অনুরোধ করছি।’
সোনা কমস্টারের বোর্ডকে বার্ষিক সাধারণ সভা স্থগিত করার দাবি জানিয়ে ই-মেইল পাঠানোর মাধ্যমে পারিবারিক সম্পর্কের দ্বন্দ প্রথম সামনে আসে। যার সবশেষ নাটকীয় মোড় হচ্ছে মিসেস কাপুরের চিঠি।
অ্যামেরিকান নাগরিক ছিলেন সঞ্জয় কাপুর। তাই কর্তৃপক্ষ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
তবে এ বিষয়ে এখনও প্রিয়া সচদেব কাপুরের কোন মন্তব্য সামনে আসেনি।
৫৩ বছর বয়সী সঞ্জয় কাপুর গত ১২ জুন লন্ডনে পোলো খেলতে খেলতে মারা যান। মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগের কথা উল্লেখ করা হয়েছে। মৌমাছি তার মুখে ঢুকে পড়ার পর অ্যানাফিল্যাকটিক শক পান বলে জানা গেছে।