ব্রিটিশ সাইকেডেলিক রক ব্যান্ড পিংক ফ্লয়েডের সহ-প্রতিষ্ঠাতা রজার ওয়াটার্সকে ইংল্যান্ডের ম্যানচেস্টারে কনসার্ট করতে দেয়া ঠিক হবে না বলে মনে করেন বৃটেইনের লেবার পার্টির এমপি ক্রিস্টিয়ান ওয়েকফোর্ড।
১০ জুন ম্যানচেস্টারের এও এরিনায় ওয়াটার্সের কনসার্ট হওয়ার কথা।
ওয়াটার্সের ‘বিভাজনমূলক আচরণ’ ইহুদি বিদ্বেষের আগুনে নতুন করে ঘি ঢালতে পারে এমন আশঙ্কা করছেন ওয়েকফোর্ড।
গত সপ্তাহে জার্মানির বার্লিনে এক কনসার্টে নাৎসি এসএস সোলজারের পোশাক পরে পারফর্ম করেন ওয়াটার্স।
বারি সাউথের লেবার এমপি ওয়েকফোর্ড বলেন, ওয়াটার্স তার কনসার্টে শূকরের ওপর ইহুদিদের পবিত্র স্টার অফ ডেভিডের ছবি ব্যবহার করেন।
ওয়েকফোর্ড জানান, ম্যানচেস্টার শহর সমৃদ্ধ ও প্রাণবন্ত ইতিহাসের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন ধর্ম ও জনগোষ্ঠীর মানুষের বসবাস। কঠিন সময়গুলোতে তারা একে অপরের পাশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ‘হাউয লিডার কি আমার সঙ্গে একমত হবেন যে আমাদের সমাজে এ ধরনের কনসার্টের কোন স্থান নেই এবং করতে দেয়া উচিত নয়?’
উত্তরে কমন্স লিডার পেনি মর্ডান্ট বলেন, ‘আমি নিশ্চিত করব যে হোম অফিস এ (মিস্টার ওয়েকফোর্ডের) উদ্বেগ শুনেছে। আমি মনে করি যে এই হাউয বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ইহুদি-বিদ্বেষকে কঠোরভাবে দমন করেছে।’
তবে ওয়াটার্সের দাবি, লোকজন না বুঝে তাকে ইহুদি বিদ্বেষী বলে অভিযুক্ত করেছে। তিনি বলেন, ‘জার্মানিতে ক্ষমতায় থাকা কিছু শাসক এবং ইযরায়েলি লবির নির্দেশে আমাকে আক্রমণ করা হয়েছে। ভুলভাবে ইহুদি বিরোধী বলে অভিযুক্ত করে আমার অনুষ্ঠান বাতিলের চেষ্টা আমাকে ব্যথিত করেছে।’
দ্য জিউয়িশ রেপ্রেজেন্টেটিভ কাউন্সিল অফ গ্রেটার ম্যানচেস্টার এক বিবৃতিতে বলেছে, ‘ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যান্ডের সদস্য হওয়ার জন্য রজার ওয়াটার্স বিখ্যাত। তবে দুর্ভাগ্যবশত, তার গভীর উদ্বেগজনক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রেটার ম্যানচেস্টার জুড়ে ইহুদি এবং অন্যান্য সম্প্রদায়কে চিন্তায় ফেলছে।’