ব্রঙ্কসে জোড়া বন্দুক হামলায় কিশোর নিহত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮ ২০২৫, ২৩:৫০

গুলিবিদ্ধ ব্যক্তির বুকে চাপ দিতে দেখা যায় পুলিশ সদস্যদের। ছবি: অ্যামএনওয়াই

গুলিবিদ্ধ ব্যক্তির বুকে চাপ দিতে দেখা যায় পুলিশ সদস্যদের। ছবি: অ্যামএনওয়াই

  • 0

সাউদার্ন বোলেভার্ড ‍ও ওয়েস্টচেস্টার অ্যাভিনিউতে বিকেল চারটার ঠিক আগে একটি দ্বন্দ্ব ঝগড়ায় রূপ নেওয়ার পর গুলি ছোড়া হয়।

নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে মঙ্গলবার বিকেলে রক্তক্ষয়ী জোড়া বন্দুক হামলায় এক কিশোর নিহত ও অপর একজন মারাত্মক আহত হয়েছে।

পুলিশ সূত্রগুলোর বরাতে অ্যামএনওয়াই জানায়, সাউদার্ন বোলেভার্ড ‍ও ওয়েস্টচেস্টার অ্যাভিনিউতে বিকেল চারটার ঠিক আগে একটি দ্বন্দ্ব ঝগড়ায় রূপ নেওয়ার পর গুলি ছোড়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কিশোরকে ফুটপাত ধরে পালাতে দেখা যায়। তাদের শরীর থেকে ঝরছিল রক্ত। কিছুক্ষণ পর ডানকিন ডোনাটসের বাইরে তারা মূর্ছা যান।

সড়কের এক ফল বিক্রেতা জানান, দুজনকে খুব কম বয়সী মনে হয়েছে। পুলিশ ও ফায়ারফাইটাররা এসে একজনের বুকে ম্যাসাজ করেন। তার নাক দিয়ে ঝরছিল রক্ত।

স্থানীয় একটি গেমস্টপের এক কর্মী জানান, কেউ একজন গুলিবিদ্ধ হওয়ার আতঙ্কে তার দোকানের দিকে ছুটে আসছিলেন লোকজন।

ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস বুকে গুলিবিদ্ধ কিশোরকে নিয়ে যায় লিংকন হাসপাতালে, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পায়ে গুলিবিদ্ধ ১৫ বছরের এক বালককেও দ্রুত একই হাসপাতালে নেওয়া হয়। সে বেঁচে থাকবে বলে আশা করা হচ্ছে।

বন্দুক হামলার ঘটনায় ঠোঁটে আঘাত পাওয়া ১৫ বছর বয়সী এক বালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কি না, তা স্পষ্ট নয়।

প্রাণঘাতী হামলার পর গোটা এক অ্যাভিনিউ ও একটি ব্লকের অর্ধেককে ক্রাইম সিন হিসেবে ফিতা দিয়ে আটকে দিয়েছে পুলিশ।

এ ঘটনায় তদন্ত চলছে।