রাশিয়ায় বোমা বিস্ফোরণে প্রভাবশালী মিলিটারি ব্লগার নিহত

টিবিএন ডেস্ক

এপ্রিল ২ ২০২৩, ২২:৫৭

রাশিয়ায় বোমা বিস্ফোরণে প্রভাবশালী মিলিটারি ব্লগার নিহত
  • 0

রাশিয়ার স্টেন্ট পিটারসবার্গে একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে দেশটির প্রভাবশালী মিলিটারি ব্লগার ভ্লাদিয়েন তাতারস্কি নিহত হয়েছেন।

বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১৬ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় রোববার এ তথ্য নিশ্চিত করেছে। ক্যাফেতে বোমাভর্তি একটি উপহারের বাক্স বিস্ফোরিত হয়।

তাতারস্কি নিহত ব্যক্তির ছদ্মনাম। তার আসল নাম ম্যাক্সিম ফোমিন। অত্যন্ত প্রভাবশালী এই মিলিটারি ব্লগার ইউক্রেনের রাশিয়ান বাহিনীর সামনের সারিতে থেকে যুদ্ধ পরিস্থিতির তথ্য সংগ্রহ করতেন ও স্যোশাল মিডিয়ায় প্রচার করতেন।

টেলিগ্রাম চ্যানেলে ফোমিনের ৫৬০ হাজারের বেশি ফলোয়ার আছে। 

যেই ক্যাফেতে বিস্ফোরণটি হয়েছে সেটির মালিকানা এক সময় ছিল ইয়েভজেনি প্রিগোঝিনের। তিনি ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান প্রাইভেট আর্মি ওয়েগনারের প্রতিষ্ঠাতা।

এ হামলায় কে বা কারা জড়িত তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। রাশিয়ার মাটিতে ফোমিন দ্বিতয়ি প্রভাবশালী ব্যক্তি যিনি ইউক্রেন যুদ্ধ সংশ্লিষ্ট হামলায় প্রাণ হারালেন। 

মস্কোতে গত আগস্টে গাড়ি বোমা হামলায় নিহত হন উগ্র জাতীয়তাবাদী এক ব্যক্তির মেয়ে ডারইয়া ডুগিনা। সে সময় একে ইউক্রেনের সিক্রেট সাভিসের কাজ বলে অভিযোগ করেছিল রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস।


0 মন্তব্য

মন্তব্য করুন