ইযরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সৈন্যরা রোববার একটি গাড়িতে গুলি চালায়। এতে গাড়ির তিন আরোহী প্রাণ হারিয়েছেন।
সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, জেনিন শরণার্থী শিবির থেকে গাড়িতে চড়ে সন্ত্রাসীদের একটি দল যাচ্ছিল। এরপর ওই গাড়িতে হামলা চালানো হয়।
তাদের দাবি, গাড়িটিতে একটি এম-সিক্সটিন অস্ত্র পাওয়া গেছে।
ইযরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহত তিনজনের মধ্যে জেনিন শরণার্থী শিবিরের শীর্ষ সামরিক নেতাদের মধ্যে অন্যতম ২৬ বছর বয়সী নায়েফ আবু সুইক আছেন।
এ হামলার পর ইযরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইযরায়েলের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘যারা আমাদের প্রাণ হরণ করতে চান তাদের বিরুদ্ধে ইযরায়েল হামলা চালিয়ে যাবে।’