ধানমন্ডি থেকে গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১২ ২০২৫, ২২:৫৩

সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম। ছবি: ডিএমপি

সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম। ছবি: ডিএমপি

  • 0

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মঙ্গলবার প্রথম প্রহরে অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ তথ্য জানায়।

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সংসদ সদস্য (এমপি) ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মঙ্গলবার প্রথম প্রহরে অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ তথ্য জানায়।

পোস্টে মমতাজের একটি ছবি সংযুক্ত করে ক্যাপশনে লেখা হয়, ‘মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

‘তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

লোকগানের আলোচিত শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসনের এমপি ছিলেন। তার গানের প্রায় ৭০০টি অ্যালবাম আছে।