কেমিক্যালের ভুল মিশ্রণে স্পা সেন্টারের ৫ কর্মী হাসপাতালে

টিবিএন ডেস্ক

এপ্রিল ২৭ ২০২৩, ২২:৫৪

পাঁচ জনকে কনি আইল্যান্ড হসপিটালে নেয়া হয়। ছবি: এবিসি সেভেন

পাঁচ জনকে কনি আইল্যান্ড হসপিটালে নেয়া হয়। ছবি: এবিসি সেভেন

  • 0

দুটি রাসায়নিকের ভুল মিশ্রণ থেকে রিয়্যাকশন হওয়ায় নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি স্পা সেন্টারের পাঁচ কর্মীকে হাসপাতালে নেয়া হয়েছে।

কর্মকর্তাদের বরাতে এবিসি সেভেন জানায়, বুধবার রাত ১০ টার দিকে ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ের ‘ওয়ার্ল্ড স্পা’-তে এ দুর্ঘটনা ঘটে।

মাত্র চার মাস আগে ৫০ হাজার স্কয়ার ফুটের বিলাসবহুল এই স্পাটি চালু হয়।

ঘটনার রাতে সেখানে ২০ জন উপস্থিত ছিলেন। কর্মীরা অসাবধানতায় দুটি ভুল ক্লিনিং এযেন্ট একসঙ্গে মিশিয়ে ফেললে ক্লোরিনের বিষাক্ত ধোঁয়া তৈরি হয়। এর ফলে তাদের মাথা ঘোরায় ও শ্বাসকষ্ট দেখা দেয়।

দ্রুতই স্পাটি খালি করা হয়। অন্যরা স্বাভাবিক হয়ে গেলেও পাঁচ জনকে কনি আইল্যান্ড হসপিটালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে যান।

বাতাস চলাচলের জন্য বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড স্পার দরজা খুলে দেয় এফডিএনওয়াই।


0 মন্তব্য

মন্তব্য করুন