আট বছর বয়সী মেয়েশিশুটির মৃত্যুর খবর বুধবার নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) বিবৃতিতে জানিয়েছে, শিশুটি পরিবারের সঙ্গে মেক্সিকো সীমান্তের কাছাকাছি হারলিনযেনের বর্ডার প্যাট্রোল স্টেশনের হেফাজতে ছিল। এ সময় জরুরি ভিত্তিতে তার মেডিক্যাল সহায়তার প্রয়োজন হয়।
শিশুটিকে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এযেন্সির নৈতিক মান ক্ষুণ্ন করায় সিবিপিকে অভিযুক্ত করা হয়েছে। প্রটোকল অনুযায়ী ঘটনাটি খতিয়ে দেখছে সিবিপির অধীনস্থ অফিস অফ প্রফেশনাল রেসপন্সিবিলিটি।
তবে শিশুটির বিস্তারিত পরিচয় বা মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
ফ্লোরিডার সেফটি হারবারে গত সপ্তাহেও ইউএস হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টের হেফাজতে ১৭ বছর বয়সী এক হন্ডুরান কিশোরের মৃত্যু হয়।