সিরিয়ায় বিমান হামলায় নিহত অন্তত ৯

টিবিএন ডেস্ক

জুন ২৫ ২০২৩, ২০:৩০

উত্তর-পশ্চিম সিরিয়ায় বিরোধী দল নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে বিমান হামলার পর একটি ভবন থেকে ধোঁয়া উঠে। ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম সিরিয়ায় বিরোধী দল নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে বিমান হামলার পর একটি ভবন থেকে ধোঁয়া উঠে। ছবি: সংগৃহীত

  • 0

উত্তর-পশ্চিম সিরিয়ায় রোববার সকালে একটি সবজি বাজারে বিমান হামলায় অন্তত নয় জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

উত্তর-পশ্চিম সিরিয়ার সিভিল ডিফেন্স অরগানাইজেশন হোয়াইট হেলমেটস জানিয়েছে, হামলায় গুরুতর আহতরা হাসপাতালে পৌঁছানোর পরপরই মারা যাচ্ছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

হোয়াইট হেলমেটেসের আহমেদ ইয়াজিজি বলেন, উত্তর সিরিয়ার কৃষকদের লক্ষ করে এ হামলা চালানো হয়েছে।

এ ঘটনায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, রাশিয়ার মিত্র সিরিয়ান প্রেসিডেন্ট বাসার আসাদের বাহিনী তুর্কিয়ে সীমান্তের কাছে বিরোধী দল নিয়ন্ত্রিত শহরের ওপর হামলা চালায়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ভাগনারদের বিদ্রোহের একদিন পরেই হামলার ঘটনা ঘটেছে।

এখন পর্যন্ত সিরিয়া বা রাশিয়া কেউ এ হামলার বিষয়ে মন্তব্য করেনি। তবে দামেস্ক জানিয়েছে, এ হামলা কৃষদের নয়, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন