বেইজিংয়ে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারানোর পর জাকার্তায় আসে আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দিদের ছাড়াই খেলতে নামে আলবিসেলেস্তেরা।
ব্যস্ত ইউরোপিয়ান ফুটবল মৌসুম শেষে বিশ্রামে রয়েছেন তিন অভিজ্ঞ তারকা। আর্জেন্টিনার কোচ একাদেশে একাধিক পরিবর্তন আনেন। আক্রমণভাগের নেতৃত্ব দেন হুলিয়ান আলভারেস।
সোমবার সকালে বদলি একাদশ নিয়েও ম্যাচে প্রাধান্য ধরে রাখে আর্জেন্টিনা। প্রথমার্ধে বিরতির আগে লিড নেয় তারা।
এজেকিয়েল পালাসিওসের অ্যাসিস্ট থেকে গোল করেন লিয়ান্দ্রো পারেদেস।
দ্বিতীয়ার্ধে মিনিট দশেক খেলার পরই ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। এবারে জিওভান্নি লো সেলসোর ক্রসে হেড করে লক্ষ্যভে করেন ক্রিশ্চিয়ান রোমেরো।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। অক্টোবরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরুর আগে আর কোনো ম্যাচ নেই বিশ্ব চ্যাম্পিয়নদের।
যে কারণে এই দুই প্রস্তুতি ম্যাচকে গুরুত্বপূর্ণ মনে করছেন মিডফিল্ডার পারেদেস।
ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রতিটা সফরই আমাদের জন্য পরীক্ষার মতো। বিশ্বকাপ বাছাইয়ের আগে এটাই ছিল আমাদের শেষ ম্যাচ। নতুন একটা চ্যালেঞ্জ শুরু হবে কিছুদিন পর।’
ইন্দোনেশিয়ার চেয়ে র্যাংকিং ও অভিজ্ঞতায় অনেকখানি এগিয়ে থাকলেও ম্যাচ সহজ ছিল না বলে মনে করেন পারেদেস।
তিনি যোগ করেন, ‘এই ম্যাচগুলো খেলা কখনই সহজ নয়। ইন্দোনেশিয়া জানে যে, আমাদের বিপক্ষে তারা খুব বেশি খেলার সুযোগ পাবে না। এ ধরনের দুটি ম্যাচ খেলার ফলে আমরাও দেখতে পারছি যে আমরা কেমন খেলছি।’