বিবিসি জানিয়েছে, ট্রাম্পের পক্ষে আদালতে তাকে নির্দোষ দাবি করেন আইনজীবী টড ব্লাঞ্চে।
ম্যাজিস্ট্রেট জাজ জনাথান গুডম্যানের অধীনে বিচারকার্য পরিচালনা হয়। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগ পড়ে শোনান গুডম্যান।
আইনি প্রক্রিয়া শেষে ট্রাম্পের জামিন মঞ্জুর করেন বিচারক। ট্রাম্পের আইনজীবীরা ম্যাজিস্ট্রেট জাজকে জানান যে, তার পালিয়ে যাবার কোনো সম্ভাবনা নেই।
ট্রাম্পের মতো সবগুলো অভিযোগের বিপরীতে নিজেকে নির্দোষ দাবি করেছেন তার ব্যক্তিগত সহকারী ওয়াল্ট নাউটাও।
এর আগে, মঙ্গলবার ফ্লোরিডার কোর্টহাউজে পৌঁছানোর পর দুপুর আড়াইটার দিকে আত্মসমর্পণ করেন ট্রাম্প। ডেপুটি ফেডারেল ইউএস মার্শালরা তাকে গ্রেপ্তার করে ফৌজদারি মামলায় আদালতে হাজির করার প্রস্তুতি শেষ করেন। একই সঙ্গে গ্রেফতার করা হয় ট্রাম্পের ব্যক্তিগত সহকারী ওয়াল্ট নাউটাকেও।
ক্লাসিফায়েড নথি অব্যবস্থাপনার ফৌজদারি অপরাধে অভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মায়ামি ফেডারেল কোর্টে হাজির হন। কোর্ট হাউজের উদ্দেশে রওনা দেয়ার আগে ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, ‘আমাদের রাষ্ট্রের ইতিহাসে অন্যতম দুঃখের দিন। রাষ্ট্র হিসেবে আমরা অবক্ষয়ের সম্মুখীন।’
আদালতের কার্যক্রম শেষে নিউ জার্সির গলফক্লাবে ফিরে এ নিয়ে জনসম্মুখে কথা বলবেন তিনি।