ডলফিনের হামলায় ৪ সাঁতারু আহত

টিবিএন ডেস্ক

জুলাই ১৮ ২০২৩, ১৯:৫৯

জাপানে ডলফিনের আক্রমণে সাঁতারু আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

জাপানে ডলফিনের আক্রমণে সাঁতারু আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

  • 0

জাপানের ফুকুই প্রিফেকচারের মিহামা শহরের সুইশোহামা সমুদ্র সৈকতে সাঁতারুদের ওপর ডলফিনের আক্রমণের খবর পাওয়া গেছে।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, স্বাভাবিকভাবে বন্ধুসুলভ প্রাণী ডলফিন। তবে এই স্তন্যপায়ী প্রাণীর বিরল হামলায় সৈকতের চার ব্যক্তি আহত হয়েছেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, ডলফিনের আক্রমণে আহত চার ব্যক্তির মধ্যে ৬০ বছর বয়সী একজনের পাজরের কয়েকটি হাড় ভেঙে গেছে।

জানা গেছে, তিনি রোববার সকালে সমুদ্রে সাঁতার কাটার সময় ডলফিনটি ধাক্কা দিতে থাকে ও হাত কামড়ে ধরে। সে সময় তিনি সৈকত থেকে পাঁচ মিটার দূরে ছিলেন। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, আহত ওই ব্যক্তি জাপানের মিহামা শহরের পাশের একটি প্রদেশ থেকে সমুদ্রে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, একই দিন সমুদ্রে একই স্থানে আরও তিন সাঁতারু ডলফিনের আক্রমণের শিকার হন। তাদের মধ্যে একজনের হাতে ডলফিনের কামড়ের চিহ্ন রয়েছে।

মিহামা সমুদ্রে গত মে মাসে ওয়াইল্ড বটলনোজ ডলফিন দেখা যাওয়ার পর থেকে আক্রমণে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় জনে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা ওয়াইল্ড বটলনোজ ডলফিনের মানুষের পাশাপাশি সাঁতার কাটা ‘অবিশ্বাস্যভাবে চাপযুক্ত’ বলে প্রমাণ পেয়েছেন। এই মানসিক চাপ থেকেই তাদের আচরণগত বৈশিষ্ট্যে হিংস্রতা পরিলক্ষিত হয়।

মিহামা কর্তৃপক্ষ ছুটির দিনগুলোতে সমুদ্রে না নামার ও প্রাণীদের থেকে দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন