শেলবি কাউন্টি কর্তৃপক্ষের বরাতে এবিসি নিউজ জানায়, রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, চেলসি শহরের একজন হাইকার শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করে বিকেল ৫টা ২৩ মিনিটে জরুরি সেবায় কল করেন।
শেলবি কাউন্টি শেরিফ অফিসের চিফ ডেপুটি ক্লে হ্যাম্যাক বলেন, ওই হাইকারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়। এ জন্য অ্যালাবামার সেলিকগা শহর থেকে একটি লাইফ সেভার হেলিকপ্টার ডেকে পাঠানো হয়। হাইকারকে উদ্ধারের পর হেলিকপ্টারটির ২৮০ নাম্বার হাইওয়ে এবং বিয়ার ক্রিক রোডের কাছে একটি সুরক্ষিত জোনে ল্যান্ডিয়ের কথা ছিল।
লাইফসেভার হেলিকপ্টারটির মালিক এয়ার মেথড কোম্পানি এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টারটি ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনার কবলে পরে।
ক্লে হ্যামাক জানান, ক্রুদের একজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুই ক্রু এবং অসুস্থ হাইকারকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও এক ক্রু। তৃতীয় ক্রুর অবস্থাও গুরুতর।
এফএএ-এর সহায়তায় এনটিএসবি দুর্ঘটনার তদন্ত চালাবে বলে নিশ্চিত করেছেন হ্যামাক।