ফায়ার বিগ্রেড এক টুইটে জানিয়েছে, আগুনের কারণে ছয় জনের মৃত্যু হয়েছে, ধোঁয়ায় অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন। ফায়ার ফাইটাররা ডজনখানেক লোককে সরিয়ে নিয়েছেন।
মৃতদের মধ্যে ৬৯ থেকে ৮৭ বছর বয়সী পাঁচ জন নারী ও ৭৩ বছর বয়সী এক পুরুষ রয়েছেন।
মিলানের দক্ষিণের ওই রিটায়ারমেন্ট হোমে ২১০ প্রবীণ বসবাস করতেন।
মিলানের মেয়র জুসেপ স্যালা জানান, ধারণা করা হচ্ছে একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। রুমটিতে দুই প্রবীণ নারী থাকতেন। তারা দুজনই দগ্ধ হয়ে মারা গেছেন।
আগুন ওই রুমের বাইরে ছড়ায়নি, তবে ধোঁয়া ছড়িয়ে পড়লে অন্য চার জনের মৃত্যু হয়।
তবে আগুন লাগার কারণ নিশ্চিতে তদন্ত চলছে।