পুলিশ সংক্রান্ত প্রাণঘাতী একটি গুলির ঘটনা তদন্ত করছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আইউইটনেস নিউজ জানায়, ঘটনার সূত্রপাত রবিবার সকালে। ওই সময় ব্রুকলিনের একটি প্রেসিঙ্কটে (থানা) ঢোকার চেষ্টা করছিলেন এক ব্যক্তি। বাধা দিতে গেলে এনওয়াইপিডির নারী পুলিশ কর্মকর্তার মুখে কসাইয়ের ছুরি দিয়ে আঘাত করেন প্রবেশের চেষ্টাকারী ব্যক্তি। এর জেরে হামলাকারীর ওপর পুলিশ গুলি ছোড়ে।
ইস্ট নিউ ইয়র্ক অ্যাভিনিউ ও ব্রাউনসভিলের কাছে ভোর সাড়ে পাঁচটার দিকে গুলির ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এনওয়াইপিডি কর্মকর্তারা তাদের তদন্ত শুরু করেন।
ভিডিওতে রাস্তার মাঝখানে বড় একটি ছুরি ও গুলির খোসা দেখা যায়।
পুলিশের সূত্রগুলো আইউইটনেস নিউজকে জানায়, ঘটনাস্থলের কাছে একটি পুলিশ প্রেসিঙ্কটের পেছনের প্রবেশপথ দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন ৩৫ বছরের এক ব্যক্তি। সে সময় এনওয়াইপিডির নারী এক কর্মকর্তা তাকে থামানোর চেষ্টা করেন। সন্দেহভাজন তখন ছুরি বের করে এনওয়াইপিডি কর্মকর্তার মুখে আঘাত করেন।
এনওয়াইপিডির চিফ অব পেট্রল ফিলিপ রিভেরা রবিবার সকালে সংবাদ সম্মেলনে জানান, পুলিশ কর্মকর্তার মুখে ছুরিকাঘাত করেন ওই ব্যক্তি। আঘাত পাওয়ার পর হামলাকারীকে থামাতে সক্ষম হন তিনি।
তিনি জানান, বাধাপ্রাপ্ত হয়ে হামলাকারী প্রেসিঙ্কটের পেছনের দিক থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। সে সময় এক পুলিশ কর্মকর্তা তাকে থামাতে পেছন থেকে টেজার ছোড়েন, যদিও টেজারে থামেনি হামলাকারী।
ফিলিপ রিভেরা জানান, প্রেসিঙ্কটের ভেতর ও বাইরের ক্যামেরায় প্রাথমিক হামলা এবং টেজার ছোড়ার বিষয়টি ধরা পড়ে।
তিনি আরও জানান, প্রাথমিক বাধার পর হামলাকারী ঘটনাস্থল ছাড়লে হেঁটে তার পিছু নেন পুলিশ সদস্যরা। কয়েক ব্লক ধরে তাকে অনুসরণ করেন তারা। এরই একপর্যায়ে তার মুখোমুখি হন পুলিশ সদস্যরা।
কর্মকর্তারা বারবার হাত থেকে ছুরিটি ছুড়ে ফেলতে বলেন হামলাকারীকে, কিন্তু তা না করে হঠাৎ এক কর্মকর্তার দিকে ছুরি নিয়ে তেড়ে আসেন হামলাকারী। সে সময় তার ওপর একাধিক গুলি ছোড়ে পুলিশ।
প্রাথমিক সাড়াদানকারীরা হামলাকারীকে ব্রুকডেইল হসপিটালে নিয়ে যান, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
ছুরিকাঘাতে আহত নারী পুলিশ কর্মকর্তার অবস্থা স্থিতিশীল। তিনি স্বাভাবিক অবস্থায় ফিরবেন বলে আশা করা হচ্ছে। গুলির আওয়াজে কানে ঝি ঝি শুরু হয় তাকে সাহায্য করতে আসা অপর দুই পুলিশ কর্মকর্তার।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্রায় ১৪ ইঞ্চি লম্বা কসাইয়ের ছুরি উদ্ধার করা হয়েছে।
কী কারণে গুলি ছুড়তে হয়েছে, তা শনাক্ত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।