নেটফ্লিক্সে আসছে গেম স্ট্রিমিং সুবিধা

টিবিএন ডেস্ক

আগস্ট ১৪ ২০২৩, ২৩:২৪

গেম স্ট্রিম করার সময় কন্ট্রোলার হিসাবে ব্যবহার করা যাবে মোবাইল ফোন। ছবি: সংগৃহীত

গেম স্ট্রিম করার সময় কন্ট্রোলার হিসাবে ব্যবহার করা যাবে মোবাইল ফোন। ছবি: সংগৃহীত

  • 0

জনপ্রিয় স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সে এখন আর শুধু পছন্দের মুভি কিংবা টিভি সিরিজের সঙ্গে ভিডিও গেম স্ট্রিমিংয়ের অভিজ্ঞতাও পাবেন গ্রাহকরা।

নেটফ্লিক্সের বেটা টেস্টের অংশ হিসেবে সীমিত সংখ্যক গেমার ভিডিও গেম স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিতে পারবেন এ প্লাটফর্ম থেকে।

নেটফ্লিক্সের এক ব্লগ পোস্টে বলা হয়, ক্যানাডা ও বৃটেনের অল্প কয়েকজন গ্রাহকের জন্য এই পরীক্ষামূলক স্ট্রিমিং এর সুযোগ থাকবে। সোমবার নির্দিষ্ট কিছু টিভিতে এ সার্ভিস শুরু হলেও পরে নেটফ্লিক্স ওয়েবসাইটের মাধ্যমে পিসি এবং ম্যাকেও ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।

সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নেটফ্লিক্স গেমস মোবাইল ডিভাইসে ২০২১ সালে যাত্রা শুরু করে। নেটফ্লিক্সের গেমসের ভাইস প্রেসিডেন্ট মাইক ভার্ডু সেটিকে প্রতিটি ডিভাইসে খেলার যোগ্য হওয়ার প্রথম পদক্ষেপ হিসাবে অভিহিত করেছিলেন। এরই ধারাবাহিকতায় টিভি ও কম্পিউটারে আসতে চলেছে এ সুবিধা।

ভার্দু বলেন, ‘আরও ডিভাইসে গেম উন্মুক্ত করার মাধ্যমে আমরা বিশ্বজুড়ে আমাদের সদস্যদের জন্য খেলা আরও সহজ করে তুলতে পারব আশা করি। এখনও আমাদের গেমস যাত্রার খুব প্রাথমিক পর্যায়ে রয়েছি।’

প্রাথমিক বেটা টেস্টিংয়ে স্ট্রিমিং এর জন্য কেবল দুটি গেম অন্তর্ভুক্ত থাকবে। গেমগুলো হচ্ছে, অক্সেন ফ্রি ও মোলেহিউস মাইনিং অ্যাডভেঞ্চার। খেলোয়াড়রা টিভিতে গেম স্ট্রিম করার সময় কন্ট্রোলার হিসাবে তাদের মোবাইল ব্যবহার করতে পারবেন।

যারা কম্পিউটারে খেলছেন তারা কীবোর্ড এবং মাউস ব্যবহার করে নেটফ্লিক্স সাইটে খেলতে পারবেন। সম্প্রতি অ্যাপল অ্যাপ স্টোরে নেটফ্লিক্স তাদের গেম কন্ট্রোলার অ্যাপ যুক্ত করেছে।