সিরিয়ায় অ্যামেরিকান অভিযানে শীর্ষ আইএস নেতা নিহত

টিবিএন ডেস্ক

এপ্রিল ৪ ২০২৩, ২২:০১

সিরিয়ায় অ্যামেরিকান অভিযানে শীর্ষ আইএস নেতা নিহত
  • 0

সিরিয়ায় অ্যামেরিকান বাহিনীর অভিযানে খালিক আইয়িদ আহমেদ আল-যাবৌরি নামে ইসলামিক স্টেইট অফ ইরাকের এক জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন।

সিরিয়ায় সোমবার অভিযানটি চলে, তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইউএস কেন্দ্রীয় কমান্ডের দাবি, আল-যাবৌরি ইউরোপে হামলার পরিকল্পনা করছিলেন।

অভিযানের সময় আহত হয়েছেন চার ইউএস সেনা। প্রশিক্ষিত একটি কুকুরও আহত হয়। 

অ্যামেরিকান সেনা কর্তৃপক্ষ জানায়, আল-যাবৌরি ইউরোপে হামলার জন্য আইএসআইএসকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। 

ইউনাইটেড স্টেইট সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার জেনারেল এরিক কুরিলা এক বিবৃতিতে জানান, ‘আইএসআইএস পুরো বিশ্বের জন্য হুমকি। আল-যাবৌরির মৃত্যু সংগঠনটির বহির্বিশ্বে হামলার পরিকল্পনাকে সাময়িকভাবে ব্যাহত করবে।’

অ্যামেরিকান সেনা কর্তৃপক্ষ বলেছে, তারা আইএসআইএসকে পরাস্ত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে ইরাক ও সিরিয়ার মিত্রদের সঙ্গে যৌথভাবে কাজ চলছে।

সিরিয়ায় গতমাসে ইউএস মিলিটারি ও সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের যৌথ হেলিকপ্টার হামলায় আইএসআইএসের আরেক শীর্ষ নেতা হামজা আল-হোমসি নিহত হন।


0 মন্তব্য

মন্তব্য করুন