নিউ ইয়র্ক সিটিতে হত্যা, বন্দুক হামলা ৩০ বছরে সর্বনিম্ন: পুলিশ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ৩ ২০২৫, ২২:২১

নিউ ইয়র্ক সিটিতে গত সাড়ে তিন বছরে পুলিশের অভিযানে উদ্ধার হয় ২২ হাজারের মতো আগ্নেয়াস্ত্র। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

নিউ ইয়র্ক সিটিতে গত সাড়ে তিন বছরে পুলিশের অভিযানে উদ্ধার হয় ২২ হাজারের মতো আগ্নেয়াস্ত্র। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

কমিশনার টিশ জানান, গত মাসটি ছিল সিটির ইতিহাসে নিরাপদতম মে। ১৯৯৪ সালে কম্পস্ট্যাট নামের পুলিশ ব্যবস্থাপনা ব্যবস্থা চালু হওয়ার পর কোনো মে মাসে বন্দুক হামলা ও হত্যার এত কম ঘটনা ঘটেনি।

চলতি বছরের প্রথম পাঁচ মাসে নগরে বন্দুক হামলা ও হত্যার ঘটনা ব্যাপকভাবে কমে গেছে জানিয়ে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ মঙ্গলবার বলেছেন, কমার এ হার গত ৩০ বছরের বেশি সময়ে সর্বনিম্ন।

কমিশনার টিশ জানান, গত মাসটি ছিল সিটির ইতিহাসে নিরাপদতম মে। ১৯৯৪ সালে কম্পস্ট্যাট নামের পুলিশ ব্যবস্থাপনা ব্যবস্থা চালু হওয়ার পর কোনো মে মাসে বন্দুক হামলা ও হত্যার এত কম ঘটনা ঘটেনি।

সিটি হলে মেয়র এরিক অ্যাডামসকে সঙ্গে নিয়ে টিশ বলেন, মে মাসে এনওয়াইপিডির কাজ ছিল ব্যতিক্রম, যার ফল হলো ঐতিহাসিক। এ ধরনের কাজের ফলে স্মরণকালের মধ্যে সবচেয়ে নিরাপদ বছরে পরিণত হয়েছে ২০২৫ সাল।

ওই সময় কমিশনারের আশপাশে ছিল গত সাড়ে তিন বছরে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ২২ হাজারের মতো আগ্নেয়াস্ত্র।

এনওয়াইপিডির পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে ৫৪টি বন্দুক হামলা ও ১৮টি হত্যার ঘটনা ঘটে, যা এ ধরনের সর্বনিম্ন অপরাধের নতুন রেকর্ড।

চলতি বছরের ৩১ মে পর্যন্ত পুলিশ ১১২টি হত্যার ঘটনার তদন্ত করে, যে সংখ্যাটা গত বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ কম।

এ বছরের প্রথম পাঁচ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় খুন কম হয় ৪৪টি।

এ বছরের পাঁচ মাসে ২৬৪টি বন্দুক হামলার ঘটনা রেকর্ড করে পুলিশ। গত বছরের একই সময়ের তুলনায় এ বছরে বন্দুক হামলা প্রায় ২০ শতাংশ বা ৭০টি কমেছে।