টেলিগ্রাফের খবর
ইরানের হামলায় ঘরবাড়ি হারিয়ে হোটেলে ১৫ হাজারের বেশি ইসরায়েলি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬ ২০২৫, ১৯:২৫

ইরান থেকে গত ২৪ জুন ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক দিন পর ইসরায়েলের বাত ইয়াম শহরে ধ্বংসের আলামত। ছবি: দ্য টাইমস অব ইসরায়েল

ইরান থেকে গত ২৪ জুন ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক দিন পর ইসরায়েলের বাত ইয়াম শহরে ধ্বংসের আলামত। ছবি: দ্য টাইমস অব ইসরায়েল

  • 0

টেলিগ্রাফকে নতুন ডেটা সরবরাহ করেন অ্যামেরিকার ওরেগন স্টেইট ইউনিভার্সিটির গবেষকরা, যারা যুদ্ধাঞ্চলে বোমার ক্ষতি শনাক্তে রাডারের ডেটা ব্যবহারে পারদর্শী।

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের হামলায় ১৫ হাজার ইসরায়েলি ঘরবাড়ি হারিয়েছে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমটি শনিবার প্রতিবেদনে জানায়, বাস্তুচ্যুত ইসরায়েলিদের আশ্রয় দেওয়া হয় হোটেলে।

রাডার ডেটার বরাত দিয়ে টেলিগ্রাফের খবরে বলা হয়, দৃশ্যত পাঁচটি ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত করে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো। এ হামলাগুলোর কথা প্রকাশ করেনি ইসরায়েলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া ইসরায়েলের অভ্যন্তরে সামরিক বিষয় নিয়ে প্রতিবেদন কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশ হয়নি।

গত ১৩ জুন শুরুর সময়ে ইরানে বিমান হামলা চালানোর মধ্য দিয়ে দেশটির সঙ্গে যুদ্ধ শুরু করে ইসরায়েল। প্রায় দুই সপ্তাহের এ সংঘাত শেষে উভয় পক্ষই নিজেদের বিজয়ী দাবি করে।

রাডারের ডেটার ভিত্তিতে তৈরি প্রতিবেদন দেশ দুটির মধ্যে বাকযুদ্ধকে নতুন করে উসকে দিতে পারে।

টেলিগ্রাফকে নতুন ডেটা সরবরাহ করেন অ্যামেরিকার ওরেগন স্টেইট ইউনিভার্সিটির গবেষকরা, যারা যুদ্ধাঞ্চলে বোমার ক্ষতি শনাক্তে রাডারের ডেটা ব্যবহারে পারদর্শী।

সংবাদমাধ্যমটির হাতে আসা ডেটা অনুযায়ী, পাঁচটি সামরিক স্থাপনায় আঘাত হানে ইরানের ছয়টি ক্ষেপণাস্ত্র। এসব স্থাপনা ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে অবস্থিত। এগুলোর মধ্যে একটি বড় বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র ও একটি লজিস্টিক ঘাঁটি রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস-আইডিএফ টেলিগ্রাফকে জানায়, ইসরায়েল কী পরিমাণ ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে কিংবা দেশটির ঘাঁটিগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সংক্রান্ত তথ্য নিয়ে মন্তব্য নেই তাদের।

ওই পাঁচটি ছাড়া আরও ৩৬টি ঘটনায় ইসরায়েলের শক্তিশালী হিসেবে পরিচিত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো। এসব হামলায় আবাসিক ও শিল্প অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়।

টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, সাতটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের তেল ও বিদ্যুৎ অবকাঠামোতে। ইসরায়েলের অন্যতম শীর্ষ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ওয়াইজম্যান ইনস্টিটিউটের একাংশ ধ্বংস হয়।

ইরানের হামলায় বে’র শেবার বেন-গুরিয়ন ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছে সোরোকা ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের বড় ধরনের ক্ষতি হয়।

ব্যাপক ভবন থাকা সাতটি আবাসিক এলাকায় ইরানি হামলায় ১৫ হাজারের বেশি ইসরায়েলি ঘরবাড়ি হারিয়েছে। তাদের দেশজুড়ে বিভিন্ন হোটেলে রাখা হয়েছে।