নিউ ইয়র্ক সিটির ২৬ ফেডারেল প্লাজায় আটককৃত অভিবাসীদের থাকার পরিবেশ উন্নত করতে মঙ্গলবার অস্থায়ী আদেশ দিয়েছেন ম্যানহাটনের ফেডারেল বিচারক।
এ আদেশে খাবার, পানি ও ওষুধের অভাবে থাকা লোকজনের পরিস্থিতির উন্নতি করতে বলা হয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনকে।
এনওয়াই ডেইলি নিউজ জানায়, ফেডারেল প্লাজায় আটক অভিবাসীদের পশুদের মতো রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ম্যানহাটনের ফেডারেল বিচারক লুইস কাপলান তার লিখিত আদেশে বলেন, ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষকে আটক অভিবাসীদের পরিচ্ছন্ন ও নিরাপদ ঘুমের জায়গা, পুষ্টিকর খাবার, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ, আইনজীবী পাওয়ার সুযোগসহ অন্য অত্যাবশ্যকীয় সুযোগ নিশ্চিত করতে হবে।
গত ৮ আগস্ট ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের অভিযানে আটক হন পেরুর অভিবাসী সার্জিও আলবার্তো বারকো মারকাদো। তার হয়ে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধে করা এক মামলার পরিপ্রেক্ষিতে আদালত উল্লিখিত আদেশ দেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের বিতাড়ন এজেন্ডা বেগবান হওয়ার মধ্যে ২৬ ফেডারেল প্লাজায় রাখা অভিবাসীদের অবস্থা নিয়ে সোচ্চার হন স্থানীয় রাজনীতিকরা।
আটককৃতদের আইনজীবীরা মঙ্গলবার টেলিকনফারেন্স শুনানিতে বিচারক কাপলানকে জানান, অভিবাসীদের জঘন্য অবস্থায় রাখা হয়েছে।
অ্যাটর্নি হিদার গ্রেগোরিও জানান, ৪০ থেকে ৯০ জন লোকের জন্য দুটি মাত্র টয়লেট। আইস কর্মকর্তারা তাদের মৌখিক ও শারীরিকভাবে হেনস্তা করেছেন।