প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার পর ইকুয়েডরে জরুরি অবস্থা

টিবিএন ডেস্ক

আগস্ট ১০ ২০২৩, ১১:৩৭

প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও। ছবি: সংগৃহীত

  • 0

ইকুয়েডরে আসন্ন জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে বুধবার রাজধানী কুইটোতে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর দেশজুড়ে ৬০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট গুইলেরমো ল্যাসো।

এক নির্বাচনি সমাবেশ থেকে বের হওয়ার সময় ভিলাভিসেনসিওকে গুলি করে হত্যা করা হয়। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ফার্নান্দো ভিলাভিসেনসিও দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে উচ্চকণ্ঠের জন্য সুপরিচিত ছিলেন।

ইকুয়েডরের অপরাধী চক্রের সঙ্গে সরকারি কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি।

অ্যাটর্নি জেনারেলের অফিস জানিয়েছে, ঘটনার পরপর গোলাগুলিতে সন্দেহভাজন একজন নিহত হয়েছেন। পরে কুইটোজুড়ে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ছয় জনকে গ্রেফতার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্দেহভাজন হামলাকারী নিহত হওয়ার পাশাপাশি দুই পুলিশ কর্মকর্তাসহ ১০জন গুলিবিদ্ধ হয়েছেন। লস লোবোস (দ্য উলভস) নামে ইকুয়েডরের একটি বৃহত্তম গ্যাং হত্যার দায় স্বীকার করেছে।

ভিলাভিসেনসিওকে হত্যার ঘটনার পর দেশজুড়ে ৬০ দিনের জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট গুইলেরমো ল্যাসো। তবে তিনি পরিষ্কার করেছেন, ২০ অগাস্টের নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করা হবে না।

এক ঘোষণায় তিনি বলেন, ‘নাগরিকদের নিরাপত্তা, দেশের শান্তি এবং ২০ অগাস্টের অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের নিশ্চয়তা দিতে এই মুহূর্তে সশস্ত্র বাহিনী সারাদেশে মোতায়েন করা হয়েছে, তারা সক্রিয় রয়েছে।’

লস লোবোস গোষ্ঠীটি সাম্প্রতিক সময়ে কারাগারে বিবাদে জড়িয়ে অসংখ্য বন্দিকে নৃশংসভাবে হত্যা করেছে।

গোষ্ঠীটি লস চোনেরোস গ্যাংয়ের একটি বিচ্ছিন্ন অংশ। লস লোবোসের সঙ্গে মেক্সিকোভিত্তিক জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের (সিজেএনজি) কোকেন পাচার সংক্রান্ত সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়।

ইকুয়েডর ঐতিহাসিকভাবে ল্যাটিন অ্যামেরিকার তুলনামূলকভাবে নিরাপদ ও স্থিতিশীল দেশ হলেও সাম্প্রতিক বছরগুলোতে সেখানে অপরাধের মাত্রা বেড়েছে। দেশটিতে কলম্বিয়ান এবং মেক্সিকান অপরাধী চক্রের উপস্থিতির কারণে অপরাধ বেড়েছে বলে মনে করা হয়।


0 মন্তব্য

মন্তব্য করুন