রাতের ভূমিকম্পে মৃত্যুপুরী আফগানিস্তান

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১ ২০২৫, ৫:৩১ হালনাগাদ: অক্টোবর ৩১ ২০২৫, ১৮:০৩

ভূমিকম্পটি একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আঘাত হানায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ছবি: এনডিটিভি

ভূমিকম্পটি একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আঘাত হানায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ছবি: এনডিটিভি

  • 0

স্থানীয় সময় মধ্যরাতে পাকিস্তান সীমান্তের কাছে জালালাবাদ শহর থেকে ১৭ মাইল দূরে ভূমিকম্পটি আঘাত হানে।

আফগানিস্তানে ৬.০ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২৫০ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। সোমবার তালেবান কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে - ইউএসজিএস জানিয়েছে, সোমবার স্থানীয় সময় মধ্যরাতে পাকিস্তান সীমান্তের কাছে জালালাবাদ শহর থেকে ১৭ মাইল দূরে ভূমিকম্পটি আঘাত হানে।

আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান আশঙ্কা প্রকাশ করে বলেন, ভূমিকম্পটি একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আঘাত হেনেছে, তাই মানুষ ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি সম্পর্কে সঠিক তথ্য পেতে সময় লাগবে।

জামান বলেন,’আমরা ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছি এবং ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের সাহায্য করার জন্য কয়েক শত লোক যোগ দিয়েছেন।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সোমবার প্রথম ভূমিকম্প আঘাত আনার পর থেকে এ অঞ্চলে ৪.৫ মাত্রা থেকে ৫.২ মাত্রার অন্তত পাঁচটি আফটারশক আঘাত হেনেছে।

আফটারশকগুলো কয়েকদিন ধরে স্থায়ী হতে পারে এবং কখনও কখনও প্রথম ভূমিকম্পের চেয়েও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, মাত্র ৫ মাইল গভীরতার মধ্যে আঘাত হানার কারণে এই ভূমিকম্পটি বিশেষভাবে ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে।

এর আগে ২০২৩ পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার তিনটি ভূমিকম্প আঘাত হানে, যার ফলে প্রায় ১,৫০০ জন নিহত হন।

আফগানিস্তান ভূমিকম্পের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ একটি দেশ। কারণ এটি বেশ কয়েকটি ফল্ট লাইনের উপরে অবস্থিত যেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান প্লেটগুলি মিলিত হয়।

পূর্ব আফগানিস্তানের পাহাড়ী ভূখণ্ডও ভূমিধসের ঝুঁকিতে থাকায় জরুরি পরিষেবাগুলোর জন্য উদ্ধারকাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।