পুলিশ জানিয়েছে, একটি গাড়ি উল্টো পথে থাকায় অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একটি ২০১৩ শেভ্রোলেট সিলভেরাডোর চালক বৃহস্পতিবার দুপুরের দিকে ওয়েস্টব্যান্ডের মধ্যবর্তী লেনের ২০০৫ অ্যাকুরার সঙ্গে ধাক্কা খায়।
উল্টো পথে থাকা গাড়ির চালক ৬১ বছর বয়সী থমাস রাইমন্ডো ও অন্য চালক ৩২ বছর বয়সী জোসে ফেরেরা উভয়ই দুর্ঘটনায় নিহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানায় কোনো গাড়িতেই চালক ছাড়া আর কোনো আরোহী না থাকায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাফোক কাউন্টি মেডিক্যাল এক্সামিনারের অফিসের একজন চিকিৎসক ঘটনাস্থলেই দুই চালককে মৃত ঘোষণা করেন।