চলে গেলেন ‘ইউফোরিয়া’-তারকা অ্যাঙ্গাস ক্লাউড

টিবিএন ডেস্ক

জুলাই ৩১ ২০২৩, ২৩:০৭

ফেজকো চরিত্রে অভিনয় করা অ্যাঙ্গাস ক্লাউড। ছবি: সংগৃহীত

ফেজকো চরিত্রে অভিনয় করা অ্যাঙ্গাস ক্লাউড। ছবি: সংগৃহীত

  • 0

এইচবিওর জনপ্রিয় টিভি সিরিজ ‘ইউফোরিয়া’-তে ফেজকো চরিত্রে অভিনয় করা তারকা অ্যাঙ্গাস ক্লাউড আর নেই। তার পরিবার নিশ্চিত করেছে ২৫ বছর বয়সে মারা গেছেন এ অভিনেতা।

এবিসি নিউজ জানিয়েছে অ্যাঙ্গাসের পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ এক অবিশ্বাস্য মানুষকে বিদায় জানাতে হচ্ছে। একজন শিল্পী, একজন বন্ধু, একজন ভাই ও ছেলে হিসাবে অ্যাঙ্গাস আমাদের সবার কাছে বিশেষ ছিল।’

মৃত্যুর কারণ না জানালেও তার পরিবার বিবৃতিতে জানিয়েছে অ্যাঙ্গাস তার বাবার মৃত্যুর কারণে বিষণ্ণতায় ভুগছিলেন।

তার পরিবার বিবৃতিতে বলেছে, ‘আমরা আশা করি পুরো পৃথিবী তাকে তার হাসি ও সবার প্রতি ভালবাসার জন্য স্মরণ করবে। আমরা এই মুহুর্তে গোপনীয়তার জন্য অনুরোধ করছি কারণ আমরা এখনও এই অপরিসীম ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হইনি।’

অ্যাঙ্গাস ক্লাউড ১৯৯৮ সালের ১০ জুলাই ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি ওকল্যান্ড স্কুল ফর দ্য আর্টসে পড়াশোনা করেছেন। নিউ ইয়র্কের ব্রুকলিনে থাকার সময় তিনি ‘ইউফোরিয়া’র কাস্টিং পরিচালক জেনিফার ভেন্ডিত্তির নজরে আসেন।


0 মন্তব্য

মন্তব্য করুন