
গুলিবিদ্ধ নারীকে উদ্ধারে গিয়ে গুলিতে নিহত পুলিশ

টিবিএন ডেস্ক
মার্চ ২৯ ২০২৩, ২৩:১০

- 0
অ্যালাবামায় গুলিবিদ্ধ নারীকে উদ্ধারে গিয়ে গুলিতে প্রাণ হারিয়েছেন পুলিশ কর্মকর্তা। আহত হয়েছেন আরেক কর্মকর্তা।
সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে সরে গিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্টেইটের ম্যাডিসন কাউন্টির হান্টসভিল শহরে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
হান্টসভিল ডেপুটি পুলিশ চিফ মাইকেল জনসন জানান, মঙ্গলবার বিকালে ৯১১ এ কল করে সাহায্য চান এক নারী। তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান। ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই সন্দেহভাজন ব্যক্তি পুলিশের দিকে গুলি চালিয়ে পাশের একটি ভবনে আশ্রয় নেন। গুলিতে আহত দুই পুলিশ কর্মকর্তা এবং ওই নারীকে হাসপাতাল পাঠানো হয়। সেখানে এক কর্মকর্তার মৃত্যু হয়।
হতাহত কর্মকর্তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে অ্যালাবামার অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শাল জানিয়েছেন নিহত অফিসারের নাম গ্যারেট ক্রাম্বি। হান্টসভিল পুলিশ ডিপার্টমেন্টে তিনি ৩ বছর ধরে কাজ করছিলেন। এর আগে ৮ বছর ছিলেন টুসকালুযা পুলিশ ডিপার্টমেন্টে।
হান্টসভিল পুলিশ চিফ কির্ক গাইলেস বিবৃতি দিয়ে বলেন, ‘আমাদের ডিপার্টমেন্ট ও অ্যালাবামা স্টেইটের জন্য এটা একটা মর্মান্তিক ক্ষতি। একজনকে আমরা হারিয়েছি, তার পরিবারের পাশাপাশি আমরাও শোকাহত। আমাদের আরেক অফিসার মৃত্যুর সঙ্গে লড়ছেন।’
পুলিশ রেকর্ড বলছে, সন্দেহভাজন হামলাকারীর নাম যুয়ান রবার্ট লওজ। তাকে গ্রেপ্তারের পর ম্যাডিসন কাউন্টির কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ক্যাপিটাল মার্ডারের অভিযোগ আনা হয়েছে।