জাহাজের ৪ তলা থেকে পড়ে গেল মেয়ে, বাঁচাতে লাফ দিলেন বাবা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ৩০ ২০২৫, ১৮:৫৪

ডিজনি ড্রিমের ক্রুরা ছোট হলুদ নৌকায় করে দুজনকে পানি থেকে টেনে তোলেন। ছবি: এবিসি নিউজ

ডিজনি ড্রিমের ক্রুরা ছোট হলুদ নৌকায় করে দুজনকে পানি থেকে টেনে তোলেন। ছবি: এবিসি নিউজ

  • 0

ফেসবুকে ডিজনি ড্রিম ক্রুজ শিপের গ্রুপে এক যাত্রী লিখেন, মেয়েটি চতুর্থ তলা থেকে পড়ে যায়। তাঁকে বাঁচাতে যান বাবা। ডিজনি ক্রুজ লাইনের উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতায় নামে। দুজনই প্রাণে বেঁচে যায়।

অবকাশ জাহাজে দ্বীপরাষ্ট্র বাহামাসে ছুটি কাটিয়ে অ্যামেরিকায় ফিরছিলেন বাবা ও মেয়ে। পথে ডিজনির জাহাজটির চতুর্থ তলা থেকে পড়ে যায় মেয়ে। তাঁকে বাঁচাতে লাফ দেন বাবা। দুজনকেই উদ্ধার করেন প্রমোদতরিটির ক্রুরা।

এবিসি নিউজ জানায়, ফ্লোরিডার ফোর্ট লডারেবল বন্দরের বিপরীতে জলপথে রবিবার ঘটনাটি ঘটে। বাহামাসে চার রাতের ভ্রমণ শেষে গন্তব্যে ফিরছিল ‘ডিজনি ড্রিম’ নামের জাহাজটি।

ঘটনাস্থলের নাটকীয় ফুটেজে দেখা যায়, ডিজনি ড্রিমের ক্রুরা ছোট হলুদ নৌকায় করে দুজনকে পানি থেকে টেনে তোলেন।

জাহাজে থাকা যাত্রীরা জানান, দুর্ঘটনার কথাটি জাহাজের জরুরি তথ্য দেওয়ার টেলিফোনে জানান একজন ব্যক্তি। এ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাবা ও মেয়েকে উদ্ধারের ব্যবস্থা নেন ক্রুরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ধারের ভিডিওটি দেখেন অনেকে।

ফেসবুকে ডিজনি ড্রিম ক্রুজ শিপের গ্রুপে এক যাত্রী লিখেন, মেয়েটি চতুর্থ তলা থেকে পড়ে যায়। তাঁকে বাঁচাতে যান বাবা। ডিজনি ক্রুজ লাইনের উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতায় নামে। দুজনই প্রাণে বেঁচে যায়।

ডিজনি ক্রুজ লাইনের এক মুখপাত্র এবিসি নিউজকে পাঠানো বিবৃতিতে জানান, ডিজনি ড্রিমে থাকা ক্রুরা দুজন অতিথিকে দ্রুত উদ্ধার করেন। ব্যতিক্রমী দক্ষতা ও ত্বরিত ব্যবস্থার জন্য ক্রুদের ধন্যবাদ জানাচ্ছে ডিজনি ক্রুজ লাইন। তাদের কারণে কয়েক মিনিটের মধ্যেই দুজন অতিথিকে নিরাপদে জাহাজে ফেরানো গেছে। অতিথিদের নিরাপত্তা ও কল্যাণে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ।