রাশিয়ায় নিখোঁজ হয়ে যাওয়া অ্যান-২৪ মডেলের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়ার উদ্ধার কর্মীরা আমুর অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন বলে বৃহস্পতিবার টেলিগ্রামে জানিয়েছে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
রোসাভিয়াতসিয়ার এমআই-৮ হেলিকপ্টারের মাধ্যমে প্রাথমিক অনুসন্ধান শেষে উদ্ধারকারীরা জানিয়েছেন, আরোহী ৪৯ জনের কাউকে জীবিত পাওয়া যায়নি।
আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন।
আমুর অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ‘এই মুহূর্তে উদ্ধার তৎপরতার জন্য ২৫ জন কর্মী এবং পাঁচটি যানবাহন মোতায়েন করা হয়েছে। এবং চারটি বিমান প্রস্তুত রাখা হয়েছে।’
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি স্থানীয় সময় দুপুর ১টার দিকে চীনা সীমান্তের কাছে ব্লাগোভেশচেনস্ক থেকে টিন্ডা শহরে যাওয়ার পথে বিমান ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
পরে একটি উদ্ধারকারী হেলিকপ্টার টিন্ডা থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে একটি জঙ্গলঘেরা পাহাড়ি ঢালে জ্বলন্ত বিমানের ধ্বংসাবশেষটি শনাক্ত করে।
একজন উদ্ধারকারী তাস সংবাদ সংস্থাকে জানিয়েছেন, দুর্গম ভূখণ্ডের কারণে প্রাথমিকভাবে বিমানের মাধ্যমে অনুসন্ধান অভিযান পরিচালিত হচ্ছে। রাশিয়ান তদন্তকারীদের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে যে বনের গভীরে দুর্ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উড়ছে। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজ ব্যহত হচ্ছে।
দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত করা হয়নি। তাস জানিয়েছে যে, বিমানটি প্রায় ৫০ বছরের পুরনো ছিলো। তবে বিমানটির চলাচলের যোগ্যতার সার্টিফিকেট ২০৩৬ সাল পর্যন্ত বাড়ানো হয়।