ইযরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি শিশুর মৃত্যু

টিবিএন ডেস্ক

জুন ৫ ২০২৩, ১৮:০৯

ইযরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত মোহাম্মদ আল-তামিমি। ছবি: সংগৃহীত

ইযরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত মোহাম্মদ আল-তামিমি। ছবি: সংগৃহীত

  • 0

প্যালেস্টাইনের পশ্চিম তীরে গত সপ্তাহে ইযরায়েলি সেনাবাহিনীর গুলিতে দুবছরের এক ফিলিস্তিনি শিশু আহত হওয়ার পর সোমবার হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

মোহাম্মদ আল-তামিমি নামে শিশুটি গত বৃহস্পতিবার নেবি সালেহ গ্রামের কাছে তার বাবার সঙ্গে গাড়িতে থাকার সময় মাথায় গুলিবিদ্ধ হয়। ইযরায়েলের শেবা হসপিটালে নিয়ে যাওয়ার পর সোমবার মারা যায় আল-তামিমি। 

ইযরায়েলের সেনাবাহিনী বলছে, অজ্ঞাত বন্দুকধারীরা ওই এলাকায় একটি ইহুদি বসতি লক্ষ করে গুলি চালালে সৈন্যরা পাল্টা গুলি চালায়।

ছেলেটির বাবা হাইথাম আল-তামিমি বার্তা সংস্থা এপিকে বলেন, শিশুটিকে গাড়িতে নেয়ার সময় একটি গুলি তার মাথায় এসে লাগে। তিনি নিজেও গুলিবিদ্ধ হন; তাকে প্যালেস্টাইনের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আত্মরক্ষার অজুহাতে নিরস্ত্র মানুষের ওপর ইযরায়েলি বাহিনীর এমন নৃশংস হামলার প্রতিবাদ করেন হাইথাম।

এ ঘটনায় তদন্ত করছে ইযরায়েলি বাহিনী। তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি এ ধরনের তদন্তে সাধারণত সৈন্যদের বিরুদ্ধে বিচার বা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয় না।


0 মন্তব্য

মন্তব্য করুন