ডেট্রয়েটের গ্র্যান্ড রিভার অ্যাভিনিউয়ের কাছে ওয়েস্টবাউন্ড ইন্টারস্টেইট নাইন্টি সিক্সে রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্টেইট পুলিশ সোমবার সকালে জানায়, দ্রুতগতিতে থাকা জিএমসি ইউকন এসইউভিটি ব্রিজের পিয়ারে ধাক্কা দিয়ে চুরমার হয়ে যায়। ধাক্কার সময় গাড়ি থেকে ছিটতে পড়ে আঘাত পেয়ে চালকসহ চার আরোহী নিহত হন।
স্টেইট পুলিশ অফিসার মাইক শ জানান, নিহতদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের পরিচয় নিশ্চিত করা হয়নি।
তিনি টুইট করে বলেন, ‘বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে আমাদের সড়কে ফের এমন প্রাণহানি হলো। এভাবে গাড়ি চালানোর সিদ্ধান্তের কারণে কেবল হতাহতের পরিবারই নয়, প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে।’
দুর্ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।