নিউ ইয়র্ক ইউনিভার্সিটির-এনওয়াইইউ এক ছাত্রীর ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগে সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওইয়াইপিডি।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি হলেন জেমস রিজ্জো (৪৫), যাকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।
রিজ্জোর বিরুদ্ধে ক্রমাগত যৌন হেনস্থা, জোরপূর্বক স্পর্শ ও আক্রমণের অভিযোগ দায়ের করা হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়, সোমবার সকালে ৭৩৫ ব্রডওয়ের সড়কে হাঁটছিলেন এনওয়াইইউয়ের ২০ বছর বয়সী শিক্ষার্থী এমিলিয়া লুইস। হঠাৎ পেছন থেকে এসে হামলা চালায় রিজ্জো।
হামলার ভিডিওটি পরে ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রিজ্জো পেছন থেকে এমিলিয়ার চুল ধরে টানতে শুরু করেন। পরে মাথা ও পশ্চাদ্দেশে মারতে মারতে এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে দেন।
ওই সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন নারী ভুক্তভোগীকে উদ্ধারে এগিয়ে আসেন ও জরুরি নম্বরে কল দেন।
পুলিশ জানায়, সন্দেহভাজন কর্তৃক এমন আক্রমণের ঘটনা নতুন নয়। তার বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে।
পূর্বে গ্রিনউইচ ভিলেজে ২০২৩ সালের ডিসেম্বর মাসে ৩৩ বছর বয়সী এক নারীকে জোরপূর্বক স্পর্শ করে গ্রেপ্তার হন রিজ্জো।
ওই সময় তাকে মধ্যম ঝুঁকির (পুনরায় যৌন অপরাধ করার সম্ভাবনা) যৌন অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়।
ব্রুকলিনে ১৯৯৭ সালে মাত্র ১৭ বছর বয়সে এক ব্যক্তিকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগেও ওই সময় গ্রেপ্তার হন রিজ্জো।
ভয়াবহ এ অপরাধী কর্তৃক আক্রমণের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর প্রতি সমর্থন জানিয়েছে এনওয়াইইউ কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র জন বেকম্যান জানান, কর্তৃপক্ষ ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি। ক্যাম্পাস সেফটি ডিপার্টমেন্ট ভুক্তভোগী শিক্ষার্থী ও পুলিশকে ঘটনার তদন্তে সহায়তা প্রদানে নিয়োজিত আছে।