নিয়ন্ত্রণমূলক নতুন সংবাদমাধ্যম নীতিমালা পরিহারে প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনকে বাধ্য করতে ডিপার্টমেন্ট অব ডিফেন্স ও সেক্রেটারি অব ডিফেন্স পিট হেগসেথের নামে বৃহস্পতিবার মামলা করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস, যেটি সরকারি পরিসরে প্রবেশাধিকার পুনরুদ্ধারে অ্যামেরিকার কোনো সংবাদমাধ্যমের সর্বশেষ চেষ্টা।
রয়টার্স জানায়, ডিফেন্স ডিপার্টমেন্ট গত মাসে সংবাদমাধ্যম নীতিমালা কার্যকর করে।
এ নীতিমালা অনুযায়ী, সাংবাদিকদের যে নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করা হতে পারে, সেটি স্বীকার করে নিতে হবে তাদের। এ ছাড়া ডিফেন্স ডিপার্টমেন্টের কর্মীদের কাছে গোপনীয় বা গোপনীয় নয়, এমন ধরনের কিছু তথ্য চাইলে সাংবাদিকদের প্রেস ব্যাজ (অ্যাক্রেডিটেশন কার্ড) বাতিল করা হতে পারে।
ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় মামলাটি করা হয়, যেখানে নাম আছে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেলের।
মামলার বিষয়ে পারনেল বলেন, ‘আমরা নিউ ইয়র্ক টাইমসের মামলার বিষয়ে অবগত এবং এ ধরনের যুক্তি আদালতে তুলে ধরতে মুখিয়ে আছি।’
ডিফেন্স ডিপার্টমেন্ট তাদের সংবাদমাধ্যম নীতিমালা বাস্তবায়নের পর ফক্স নিউজ, দ্য ওয়াশিংটন পোস্ট ও রয়টার্সসহ কমপক্ষে ৩০টি সংবাদমাধ্যম তাদের প্রেস ব্যাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পেশাগত স্বাধীনতার প্রতি হুমকি ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর বিষয়ে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহে ঝুঁকির বিষয়টিকে সামনে এনেছে সংবাদমাধ্যমগুলো।